পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Beats Lawyer: থানার সামনে আইনজীবীকে জুতো পেটা মহিলার

চুঁচুড়া আদালতের আইনজীবীকে থানার সামনে জুতো পেটা করলেন এক মহিলা (Chuchura News )৷ কিন্তু কেন?

ETV Bharat
আইনজীবীকে জুতো পেটা মহিলার

By

Published : Mar 14, 2023, 9:55 PM IST

আইনজীবীকে জুতো পেটা নিয়ে অভিযোগকারিণী মহিলা ও আইনজীবীর বক্তব্য

চুঁচুড়া, 14 মার্চ:ভাড়াটে মহিলার সঙ্গে দুর্ব্যবহার ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অন্য এক ভাড়াটিয়ার বিরুদ্ধে । সেই অন্যায়কে সমর্থন করে ভাড়াটিয়া মহিলাকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল সেই বাড়ির মালিক আইনজীবীর বিরুদ্ধে । এর প্রতিবাদেই তাঁকে জুতো পেটা করলেন মহিলার মা (Woman Beats Lawyer with Shoes)।

মঙ্গলবার বেলায় চুঁচুড়া থানার সামনে এমনই দৃশ্য দেখা গেল (Chinsurah News)৷ অভিযুক্ত আইনজীবীর নাম মলয় মজুমদার । তিনি চুঁচুড়া আদালতের তৃণমূল লিগাল সেলের সরকারি আইনজীবী । দুই ভাড়াটিয়ার সঙ্গে গণ্ডগোলে জড়ান আইনজীবী তথা বাড়ির মালিক । অভিযোগকারিণী মহিলার অভিযোগ, ওই আইনজীবীর বাড়িতেই মা ও মেয়েকে নিয়ে ভাড়া এসেছেন দু'বছর ৷ পাশেই ভাড়া থাকেন বছর 55-র এক ব্যক্তি ৷ মহিলার একটি দোকানও রয়েছে ৷ তাঁর কথায়, দিনের পর দিন ভাড়াটিয়া ওই ব্যক্তি কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি মদ খেয়ে এসে রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণ করেন ৷ কিন্তু বাড়ির মালিক মলয় মজুমদারকে একাধিকবার জানানো সত্ত্বেও তিনি কোনওরকম পদক্ষেপ নেননি ৷ এমনকি মহিলা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানালেও মলয়বাবু থানায় ফোন করে নিজে বিষয়টি মেটানোর কথা বলে তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন ৷ মঙ্গলবার ফের থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে মলয় মজুমদারকে দেখার পর তাঁদের মধ্যে বচসা শুরু হয় ৷ এরপরই ওই মহিলার মা তাঁকে জুতো খুলে মারতে যান ৷

অভিযুক্ত আইনজীবী মলয় মজুমদার অবশ্য় বিষয়টি নিয়ে বিভিন্ন রকম কথা বলেন ৷ কখনও তিনি বলেন, "আমার বিরুদ্ধে যা অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা । ওনার মানসিক সমস্যা আছে । বোঝানো যাচ্ছে না । আমি বিষয়টার সমাধান করতে চেয়েছিলাম ৷" আবার কখনও বলছেন, "উনি আমার গানের মাস্টার ৷ আমি ওনার কাছে রোজ গান শিখি ৷ উনি আমার বোনের মতো ৷" চুঁচুড়া আদালতের আইনজীবী মলয় মজুমদারকে থানার সামনে মহিলার জুতো পেটা করার এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী মহলে ৷

আরও পড়ুন :পার্কে প্রেমে মজে বিজেপি নেতা, ভাইরাল স্ত্রীর জুতোপেটার ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details