আরামবাগ, 31 জুলাই : BJP- র বাইক মিছিল চলাকালীন 14 জনকে গ্রেপ্তার করল পুলিশ । আজ তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ।
বিনা অনুমতিতে বাইক মিছিল, আরামবাগে গ্রেপ্তার 14 BJP কর্মী - arrest
BJP- র বাইক মিছিল চলাকালীন 14 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিনা অনুমতিতে বাইক মিছিলের আয়োজন করেছিলেন BJP কর্মীরা । খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ কাবলের মোড়ে মিছিল আটকায় । গ্রেপ্তার করা হয় 14 জনকে । পাশাপাশি ছ'টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।
এপ্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "পুলিশ অফিসাররা আইন জানেন না ৷ বিনা অনুমতিতে বাইক মিছিল করলে বাইক আটক করতে পারে, বাইক আরোহীকে আটক করতে পারে ৷ কিন্তু গ্রেপ্তার করা যায় না ৷" প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান সায়ন্তন বসু ৷