হুগলি, 22 জুলাই : পরকীয়ার জেরে স্বামীকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । ঘটনায় ওই যুবতি, তার প্রেমিক ও এক যুবককে আটক করেছে পুলিশ । ঘটনাটি হুগলির আরামবাগের সালেপুর 2 নম্বর অঞ্চলের ডহর কুণ্ডু এলাকার ।
মৃত ব্যক্তির নাম লক্ষ্মী প্রামাণিক (36) । চেন্নাইয়ের একটি সোনার দোকানে কাজ করতেন তিনি । বিয়ের আগেই তার স্ত্রী ময়নার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঝন্টু দলুই নামে যুবকের । বিয়ের পরও তাদের মধ্যে সম্পর্ক ছিল । আর 20 দিন আগে ঝন্টুর সঙ্গে পালিয়ে যায় ময়না । এদিকে স্ত্রী পালানোর পরই চেন্নাই থেকে বাড়ি ফেরেন লক্ষ্মী । স্বামী ফেরার খবর পেয়ে বাড়ি ফেরে ময়নাও ।