পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Widow elopes with a Married Man : স্ট্য়াম্প পেপারে ছেলের দায়িত্ব ত্যাগ করে বিবাহিত তরুণের সঙ্গে পালালেন বিধবা - বিবাহবহির্ভূত সম্পর্ক

বিবাহিত এক যুবকের সঙ্গে পালালেন বিধবা তরুণী (Widow elopes with a Married Man) ৷ হুগলির ডানকুনির ঘটনা ৷ পালানোর আগে স্ট্য়াম্প পেপারে লিখিতভাবে নাবালক ছেলের দায়িত্ব শ্বশুরবাড়ির সদস্যদের হাতে তুলে দিয়ে গেলেন তরুণী ৷

widow elopes with a married man in dankuni
Widow elopes with a Married Man : স্ট্য়াম্প পেপারে ছেলের দায়িত্ব ত্যাগ করে বিবাহিত তরুণের সঙ্গে পালালেন বিধবা

By

Published : Jan 13, 2022, 9:25 PM IST

ডানকুনি, 13 জানুয়ারি :স্ট্যাম্প পেপারে ‘লেখাপড়া’ করে ছেলের দায়িত্ব অন্যদের হাতে তুলে দিলেন তরুণী ৷ আর তারপর অন্যের স্বামীর সঙ্গে পালালেন ওই বিধবা (Widow elopes with a Married Man) ! এমন ঘটনায় তাজ্জব পলাতক যুবকের পরিবার ৷ পুলিশের কাছে হত্যে দিচ্ছেন তাঁর স্ত্রী ও বৃদ্ধ বাবা ৷ দু’জনেরই দাবি, ঘরের মানুষকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুক উর্দিধারীরা ৷ ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হুগলির ডানকুনিতে ৷

আরও পড়ুন :Murder in Malda: প্রেম-সঙ্গমের পর বিয়েতে চাপ, তরুণীকে কুপিয়ে খুন বিবাহিত যুবকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ওই যুবকের নাম শুভ মণ্ডল ৷ ডানকুনির রঘুনাথপুরের বাসিন্দা শুভ বিবাহিত ৷ স্ত্রী ছাড়াও এক বছরের একটি মেয়ে রয়েছে তাঁর ৷ শুভর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গত 5 জানুয়ারি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী ৷ বলেছিলেন, জরুরি কাজে যাচ্ছেন ৷ সঙ্গে নিয়ে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি ৷ কিন্তু, তারপর আর বাড়ি ফেরেননি তিনি ৷

পলাতক রিমা চৌধুরী ৷

পরে জানা যায়, স্থানীয় দক্ষিণপাড়ার বাসিন্দা রিমা চৌধুরীর সঙ্গে পালিয়েছেন শুভ ৷ দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) ছিল বলে মনে করছে পুলিশ ৷ রিমাও বিবাহিতা ৷ তবে, চার বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয় ৷ তাঁর একটি 11 বছরের ছেলেও রয়েছে ৷ কিন্তু, সবথেকে যে বিষয়টি সকলকে হতভম্ব করে দিয়েছে, তা হল, পালানোর আগে স্ট্য়াম্প পেপারে নিজের বয়ান লিপিবদ্ধ করে গিয়েছেন রিমা ৷ সূত্রের দাবি, ওই স্ট্য়াম্প পেপারে রিমা লিখেছেন, শুভর সঙ্গে ঘর বাঁধতে নাবালক ছেলেকে শ্বশুরবাড়ির সদস্যদের কাছেই রেখে যাচ্ছেন তিনি ! এমনকী, সেই স্ট্য়াম্প পেপারে রিমার শ্বশুর, দেওর, ননদ এবং নন্দাইয়েরও স্বাক্ষর রয়েছে !

আরও পড়ুন :Husband Extra Marital Affair: হাতেনাতে ধরা পড়ল স্বামীর পরকীয়া, প্রেমিকাকে মার স্ত্রী'র

এরপরই স্থানীয় থানায় শুভর নামে নিখোঁজ ডায়ারি করেন তাঁর স্ত্রী ৷ পুলিশের কাছে তাঁর দাবি, যেভাবেই হোক তাঁর স্বামীকে ফিরিয়ে আনা হোক ৷ শুভর স্ত্রী জানান, তাঁদের এক বছরের একটি মেয়ে রয়েছে ৷ সে খালি বাবাকে খুঁজছে ৷ একইসঙ্গে, রিমা পরিবারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভর স্ত্রী ৷ তবে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ যখন নিজেদের ইচ্ছায় একসঙ্গে গৃহত্যাগ করেছেন, তখন আইন মাফিক আদৌ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটা সম্ভব, সেই প্রশ্ন থাকছেই ৷

ABOUT THE AUTHOR

...view details