মহেশ্বরপুর (হুগলি), ২৮ ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত ২০। ঘটনাটি হুগলির মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের। আহতরা সবাই বিয়েবাড়ি থেকে ট্রাক্টরে চেপে ফিরছিলেন। কনেযাত্রী হিসেবে গুড়াপে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রাক্টরে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনার পর পালিয়ে যায় চালক।
কনেযাত্রী বোঝাই গাড়িতে লরির ধাক্কায় মৃত এক, আহত ২০ - dead
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত ২০। ঘটনাটি হুগলির মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের। আহতরা সবাই বিয়েবাড়ি থেকে ট্রাক্টরে চেপে ফিরছিলেন। কনেযাত্রী হিসেবে গুড়াপে গিয়েছিলেন তাঁরা।
কনেযাত্রী বোঝাই গাড়িতে লরির ধাক্কা
গতরাতে গুড়াপ থেকে কনেযাত্রী বোঝাই দুটি ট্রাক্টর বিয়েবাড়ি থেকে ফিরছিল। পথে দাদপুরের মহেশ্বরপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়েছিল ট্রাক্টর দুটি। হঠাৎই পিছন থেকে এসে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় আহত হন ২০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দাদপুর থানার পুলিশ। আহতদের চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান ১ জন। নাম গোপাল মান্ডি। বাকিদের চিকিৎসা চলছে।