পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Poll 2022 : পৌরভোট পিছনোর সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই, মন্তব্য দিলীপের - পৌর নির্বাচন 2022

ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের ৷ তাই রাজ্যের পৌর নির্বাচন (Bengal Civic Poll 2022) পিছিয়ে দিতে হলে বা স্থগিত রাখতে হলে কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে ৷ প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতে হবে তাদের ৷ রাজ্যের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না ৷ শনিবার হুগলিতে দলীয় কর্মসূচিতে এসে একথা বলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh comments on Municipal Election 2022) ৷

west bengal state election commission must take strong step to postpone municipal election 2022, says dilip ghosh
Municipal Election 2022 : পৌরভোট পিছনোর সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই, মন্তব্য দিলীপের

By

Published : Jan 15, 2022, 12:25 PM IST

Updated : Jan 15, 2022, 1:29 PM IST

চন্দননগর, 15 জানুয়ারি : ‘‘নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে, তাদের মেরুদণ্ড আছে ৷ রাজ্যে পৌর নির্বাচন পিছনোর সিদ্ধান্তও তাদেরই নিতে হবে ৷ মানুষের স্বার্থে কঠোর পদক্ষেপ করতেই হবে ৷ রাজ্যের ঘাড়ে বন্দুক রেখে চালালে চলবে না ৷’’ শনিবার হুগলির চন্দননগরে পৌরভোটের প্রচারে এসে একথা বলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh comments on Municipal Election 2022) ৷

আরও পড়ুন :Tathagata Attacks BJP : বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে, ফের টুইটে বিস্ফোরক তথাগত

রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ৷ দৈনিক সংক্রমণের পরিসংখ্যানে রোজই নয়া রেকর্ড তৈরি হচ্ছে ৷ এই অবস্থায় গঙ্গাসাগর মেলা, পৌরভোটের মতো আয়োজন যে পরিস্থিতি ভয়াবহ করে তুলবে, সেকথা বারবার বলছেন বিশেষজ্ঞরা ৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে নানা মহলে শুরু হয়েছে সমালোচনা ৷ ভোট পিছনোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও রুজু হয়েছে ৷ তবুও এতদিন ধরে রাজ্য সরকার নির্বাচন কমিশনের উপর আর নির্বাচন কমিশন রাজ্য সরকারের উপর দায়িত্ব চাপিয়েই দায় এড়ানোর চেষ্টা করে যাচ্ছে ৷ বিরোধীদের অন্তত এমনটাই অভিযোগ ৷

এই প্রেক্ষাপটে নজর কেড়েছে ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের একটি মন্তব্য ৷ সম্প্রতি তিনি বলেছেন, তাঁর ব্যক্তিগত মত হল, দু’মাসের জন্য রাজ্যে সবকিছু বন্ধ থাকা উচিত ৷ লক্ষ্যণীয় বিষয় হল, কিছু দিন আগে এই ডায়মন্ডহারবারেই এমপি কাপের আয়োজন করা হয়েছিল ৷ সেই ফুটবল প্রতিযোগিতায় জলসা, লাখো মানুষের সমাগম আর হুল্লোড় হয় ৷ করোনা আবহে এমন আয়োজনে সমালোচনা শুরু হয় সব মহলে ৷ আর তার ক’দিন পরই অভিষেক প্রকাশ্যে করোনা প্রসঙ্গে তাঁর এই ‘ব্যক্তিগত মত’ জানান !

অভিষেকের এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ এই বিতর্কের মধ্যেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায়, ঘোষিত পৌর নির্বাচনের নির্ঘণ্ট চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া সম্ভব কি না ৷ জবাবে রাজ্য জানিয়েছে, আপাতত তিন সপ্তাহের জন্য ভোট পিছতে রাজি তারা ৷ এই পরিস্থিতিতে দিলীপের বক্তব্য হল, চাপের মুখে একথা বলতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার ৷ কারণ, সাধারণ মানুষ এখন ভোট চাইছেন না ৷ প্রচারেও মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছেন ৷ এই অবস্থায় ভোট করানো সম্ভব নয় ৷ দিলীপের অভিযোগ, মানুষ বাইরে বেরোবেন না ৷ সেই সুযোগেই তৃণমূল ভোট করিয়ে নেওয়ার চেষ্টা করছে ৷ যাতে তারা ক্ষমতা ধরে রাখতে পারে ৷

আরও পড়ুন :Bengal Civic poll 2022: ভোট স্থগিতে আপত্তি নেই, নির্বাচন কমিশনকে চিঠি নবান্নের

আর এখানেই কমিশনের ভূমিকার সমালোচনা করেছেন দিলীপ ৷ তাঁর বক্তব্য, কমিশন কেন রাজ্য সরকারকে শিখণ্ডি করছে ৷ ভোট করানোর দায়িত্ব তো তাদেরই ৷ তারাই এখানে শেষ কথা ৷ ভোট চলাকালীন একজন প্রার্থীর মৃত্যু হলে গোটা প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয় ৷ আর এখন তো ডজন ডজন মানুষের মৃত্যু হচ্ছে ৷ তাহলে কেন ভোটের দিনক্ষণ পিছনো হচ্ছে না ? নির্বাচন কমিশনকে এক্ষেত্রে কঠোর হতে হবে ৷ প্রমাণ করতে হবে, তাদের মেরুদণ্ড রয়েছে ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই কমিশনের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বিজেপি-সহ বিরোধী বিভিন্ন দলের নেতা, কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, রাজ্যের শাসকদলের ধামাধারীর মতো আচরণ করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ করোনা আবহে ভোট পিছনো নিয়েও রাজ্যের মতে চলছে তারা ৷ এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তাঁর ‘ব্যক্তিগত মত’ জানানোর পরই আদালতে রাজ্যের অবস্থান বদল সমালোচনার নতুন রসদ তৈরি করেছে ৷ আর কমিশন তো আগেই জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার চাইলে তবেই ভোট পিছবে ৷ সব মিলিয়ে আসন্ন পৌর নির্বাচন (Bengal Civic Poll 2022) নিয়ে জমে উঠেছে রাজ্য রাজনীতি ৷

Last Updated : Jan 15, 2022, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details