শ্রীরামপুর, 18 মার্চ : নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বিভিন্ন সরকারি জায়গা থাকা খোলা হয়নি রাজনৈতিক দলের ব্যানার, ফ্লেক্স ,পতাকা ৷ এবার সেই ব্যনার, পোস্টার , পতাকা খোলা নিয়েই উঠল পক্ষপাতিত্বের অভিযোগ ৷ নির্বাচন কমিশনের গাড়ি আটকে বেশ কিছুক্ষন বিক্ষোভও দেখায় বিজেপি কর্মীরা ৷ আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ রিষড়ার ওয়েলিংটন জুটমিল সংলগ্ন এলাকার ঘটনা ৷
বিজেপির তরফে অভিযোগ , তাদের একাধিক পোস্টার খুলে ফেলা হলেও, তৃণমূলের কোনও পেস্টার খোলা হয়নি ৷ সেই কারণেই নির্বাচন কমিশনের গাড়ি বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ৷ যদিও তাদের দাবি, নির্বাচন কমিশনের তরফে যারা পোস্টার খুলতে এসেছিল , কেবলমাত্র তাদের নাম পরিচয়পত্র চাওয়া হয়েছিল ৷ গাড়ি আটকে রাখা হয়নি ৷
তৃণমূলের পালটা দাবি, বিজেপি নির্বাচন কমিশনের কাজে বাধা দিচ্ছিল ৷