শ্রীরামপুর, 14 ফেব্রুয়ারি : দেবী দুর্গাকে নিয়ে মন্তব্যের জেরে শনিবার শ্রীরামপুরের দুর্গা মন্দিরের সামনে মাথা ন্যাড়া হয়ে প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । রাজ্যের শাসক দলের অভিযোগ, কয়েকদিন আগে দেবী দুর্গাকে নিয়ে অপমানজনক কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তারই প্রতিবাদে মাথা ন্যাড়া করে প্রতিবাদের সিদ্ধান্ত নিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।
এদিন হুগলি জেলার অন্যত্রও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । তৃণমূলের স্থানীয় নেতা সন্তোষ সিং বলেন, "বিজেপি রাজ্য সভাপতি দেবী দুর্গাকে নিয়ে যে মন্তব্য করেছেন, এতে সমগ্র নারী জাতির অপমান হয়েছে । এর প্রতিবাদ জানাতে সব পুজো কমিটিকে আবেদন করা হয়েছে ।" আজ শ্রীরামপুর রায় ঘাটের সামনের দুর্গা মণ্ডপে দশ জন তৃণমূল কর্মী মাথা ন্যাড়া করেন ।