হুগলি, 6 মার্চ : ভোট না পড়লে ঘরে ইলেকট্রিক ও জল যাবে না ৷ মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় এক ভোটারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী তপন দাশগুপ্ত ৷
শনিবার সকালে বিশালক্ষী মন্দির পুজো দিয়ে প্রচার শুরু করেন তপনবাবু । মূলত পোলবা দাদপুর ব্লকের গোসাই মালিপাড়াতে প্রচার করেন এদিন ৷ সেখানেই এক ভোটারকে বলেন, "ভোট না পড়লে ইলেকট্রিক ও জল যাবে না ৷ বিজেপিকে দিয়ে করাতে হবে ৷" উল্লেখ্য, লোকসভা ভোটে এই অঞ্চলে তৃণমূলকে 20 হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলের বক্তব্য সপ্তগ্রাম নিয়ে সংশয়ে রয়েছে তৃণমূল ৷ যদিও তপন দাশগুপ্ত বললেন, "সব সময় মানুষের জন্য কাজ করি ৷ অনেক কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে ৷ কিছু কাজ বাকি আছে ৷ জেতার পরে করব ৷"