পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধনেখালিতে দিলীপ ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা - বিধানসভা নির্বাচন 2021

বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিলীপ ঘোষের ব্যানার ব্লেড দিয়ে কেটে দেয় । এলাকায় টাঙানো বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয় । দেওয়ালের উপর আঁকা বিজেপির দলীয় প্রতীকের উপর কাদা লেপে দেওয়া হয় ।

দিলীপ ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা
দিলীপ ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

By

Published : Mar 12, 2021, 7:35 PM IST

ধনিয়াখালি, 12 মার্চ : দিলীপ ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির গুড়াপে । থানা ঘেরাও করা হয় । চলে বিক্ষোভ ।

ধনেখালি বিধানসভার অন্তর্গত গুড়াপ মাঝেরপাড়া এলাকায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি ব্যানার টাঙানো ছিল । বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ব্যানার কেটে দেয় । ব্লেড দিয়ে সেই ব্যানার কাটা হয় । এলাকায় বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয় । দেওয়ালের উপর বিজেপির দলীয় প্রতীক আঁকা ছিল । প্রতীকের উপর কাদা লেপে দেওয়া হয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গুড়াপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । পরে গুড়াপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁরা । নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তাঁরা ।

দিলীপ ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

আরও পড়ুন : মমতার উপর হামলার অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে

বেশ কিছুদিন আগে গুড়াপ মাঝের পাড়া এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে পানের পিক ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । এরপর ফের একই জায়গায় দিলীপ ঘোষের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের দাবি, ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে জড়িত নয় । বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে বলে তারা নিজেরাই এই কাজ করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details