হুগলি, 22 মার্চ : শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে প্রচার বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখাল বিজেপি । সোমবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশংকর বোস সহ বিজেপির নেতা-কর্মীরা শ্রীরামপুর থানার সামনে বিক্ষোভ দেখান ।
অভিযোগ, সোমবার সকালে পেয়ারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন কবীরশংকর বোস । সেই সময় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীদের স্লোগান দিতে বারণ করা হয় । এমনকী বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে । কবীরশংকর বোসের অভিযোগ, পুলিশ বিজেপি কার্যকর্তাদের ফোন করে জানায় তৃণমূল পার্টি অফিসের সামনে স্লোগান দেওয়া যাবে না । এরই প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী কবীরশংকর বোস ও দলের কর্মীরা ।