পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাম-কংগ্রেসের সঙ্গে জোটে লড়বে আব্বাস সিদ্দিকির দল : সেলিম

বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা একসঙ্গে লড়ব । কথাবার্তা চলছে । কে কটা আসনে লড়বে পরে সিদ্ধান্ত হবে । বৃহত্তম ঐক্য গড়ে তুলব আমরা । ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়ব আমরা । হুগলির পাণ্ডুয়ায় এক মিছিলে এমনই বললেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ।

সেলিম
সেলিম

By

Published : Feb 13, 2021, 7:16 PM IST

পাণ্ডুয়া, 13 ফেব্রুয়ারি : ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একসঙ্গে লড়ব আমরা । পাণ্ডুয়ায় বামেদের এক মিছিলে এমনই বললেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ।

আজ পাণ্ডুয়া হাটতলা থেকে মেলাতলা অবধি মিছিল করে সিপিএম নেতৃত্ব । সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, পাণ্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ । সংবাদ মাধ্যমে মহম্মদ সেলিম বলেন, "বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা একসঙ্গে লড়ব । কথাবার্তা চলছে । কে কটা আসনে লড়বে পরে সিদ্ধান্ত হবে । বৃহত্তম ঐক্য গড়ে তুলব আমরা । ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়ব আমরা ।"

বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা একসঙ্গে লড়ব, বললেন মহম্মদ সেলিম

আরও পড়ুন : রাজ্যে সংখ্যালঘু জোটের হাওয়া, চাপে মমতার ভোট ব্যাঙ্ক

এ প্রসঙ্গে ফোন করা হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি বলেন, "এখন পর্যন্ত বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । আগামী কয়েকদিনের মধ্যে আশা করি কিছু একটা সিদ্ধান্ত হবে । যদি সম্মান জনক অবস্থানে সমঝোতা হয় তাহলেই জোট হবে ।"

ABOUT THE AUTHOR

...view details