পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইস্টবেঙ্গলের সৌমিক দে ? - কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের ফেসবুক পোস্ট

কিছুদিন ধরেই ফেসবুকে একটি পোস্ট দেখা যায়, যাতে বলা হচ্ছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ফুটবলার সৌমিক দে । এই নিয়ে কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ? যাঁকে নিয়ে জল্পনা, সেই সৌমিক দে-ই বা কী বললেন ?

Uttarpara news
ছবি

By

Published : Feb 5, 2021, 9:38 PM IST

উত্তরপাড়া, 5 ফেব্রুয়ারি : উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কি এবার তৃণমূলের প্রার্থী সৌমিক দে ? সোশাল মিডিয়ায় কিছু পোস্ট ঘোরাফেরা করতে দেখা যায় । যাতে দেখা যায় ইস্টবেঙ্গলের ফুটবলার সৌমিক দেকে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে বলে দাবি করা হয়েছে । ঘটনা নজরে আসামাত্র ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

এই ছবিটিই ছড়িয়ে পড়ে ফেসবুকে

ফেসবুকে তিনি লেখেন, "সোশাল মিডিয়ায় অনেকে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে একজনের নাম তুলে ধরা হচ্ছে । একমাত্র নন্দীগ্রাম ছাড়া আর কোনও কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। বিজেপি নিজের স্বার্থে এগুলি সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে ।"

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল সৌমিক দের সঙ্গেও । তিনি বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে উত্তরপাড়ার প্রার্থী করবেন, সেটিই হবে । আমাকে যদি মানুষের কাজের মনে করেন, তাহলে প্রার্থী হব ।"

ভুল খবর ছড়িয়েছে, জানালেন সৌমিক দে

এদিকে বিজেপির জেলা সভাপতি শ্যামল বসু অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া-যোগ উড়িয়ে দিয়েছেন । তাঁর বক্তব্য, তৃণমূলের প্রার্থী বিজেপি কেন ঘোষণা করতে যাবে ! বিজেপি শ্রীরামপুর জেলা সভাপতি আরও বলেন তৃণমূল নিজেই এই সব করছে । কিছুদিন আগে জাঙ্গীপাড়ার দলীয় সভা থেকে কল্যাণ বন্দোপাধ্যায় জাঙ্গীপাড়ার প্রার্থী হিসাবে বর্তমান বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর নাম ঘোষণা করে দেন । তৃণমূলের অনেক গোষ্ঠী, তারাই এইসব করছে ।

আরও পড়ুন : হুগলি নদীর তীরে অশান্তি ! প্রবীরের ইস্তফা, তৃণমূলের শোকজ

ইস্টবেঙ্গলের প্রাক্তন সৌমিক দে বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা গুজব ।এ-রকম কোনও খবর আমার জানা নেই । কারা করছে আমি জানি না । মমতা বন্দোপাধ্যায় যা ঠিক করবেন সেটাই হবে । তিনিই সব । তিনি যেখানে ডাকেন আমি যাই । পুরশুড়াতে গিয়েছিলাম । অনেকে মনে করছে প্রবীর ঘোষাল দুর্নীতির সঙ্গে যুক্ত । যার জন্য আমাকে অনেকে উত্তরপাড়া থেকে দেখতে চাইছেন । যদি বিধানসভার প্রার্থী করা হয় তাহলে উত্তরপাড়ার বাসিন্দাদের জন্য কাজ করব।নাহলেও তৃণমূলের সঙ্গে থাকব।"

ABOUT THE AUTHOR

...view details