চন্দননগর, 17 ফেব্রুয়ারি : মায়ের রান্নাঘর শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে । মাত্র পাঁচ টাকার বিনিময়ে মিলছে দুপরের খাবার ডিম ভাত । তবে গতকাল চন্দননগরের চিত্র অন্যরকম । কথা মতো ডিমই দেওয়া হয়েছে । তবে অর্ধেক । তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তবে অর্ধেক ডিম নিয়ে কোনও অভিযোগ নেই এলাকার দুঃস্থ মানুষেরা । আনন্দেই খেয়েছেন তাঁরা ।
15 ফেব্রুয়ারি থেকে কলকাতাসহ রাজ্যের 27 টি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন মা প্রকল্প । এবং কী কী খাবার দেওয়া হবে সেটাও তিনি সেটাও তিনি জানিয়ে দিয়েছেন । চন্দননগরে রবীন্দ্রভবনের পাশে জাহ্নবী হোটেলে এই মা কিচেন চালু হয়েছে । তাতে রয়েছে প্রতিদিন 50 জনের খাবারের ব্যবস্থা । গতকাল ওই 50 জনের পাতে কথা মতো ভাত তরকারি সবই পড়েছে তবে ডিমের বেলা অর্ধেক । অভিযোগ নেই তাতে । খুশি মনে খেলেন পিছিয়ে পড়া গরিব মানুষেরা ।