পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাঁপদানিতে বিজেপি নেতাকে গুলি - chandannagar police

এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ৷ ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে অভিযোগ উঠেছে ৷ আহত প্রশান্ত রায়কে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 17, 2021, 6:39 AM IST

Updated : Mar 17, 2021, 7:32 AM IST

চাঁপদানি, 17 মার্চ : রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হচ্ছে 27 মার্চ ৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজ্যে বাড়ছে রাজনৈতিক হিংসা ৷ হুগলির চাঁপদানিতে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চলল ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে ৷ আহত ব্যক্তির নাম প্রশান্ত রায় ৷ ঘটনাটি ঘটে চাঁপদানি 15 নম্বর ওয়ার্ডে 7 নম্বর মিল গেটে আরবিএস রোডে ৷ আহতকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার তদন্তে নামে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷

মঙ্গলবার রাত ন'টা ৷ প্রশান্ত রায় স্থানীয় কিছু কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৷ সেইসময় একদল দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তাঁর ডান হাতে গুলি লাগে ৷ ঘটনাস্থানে লুটিয়ে পড়েন তিনি ৷ পরে গুলির আওয়াজ পেয়ে ও প্রশান্তের চিৎকার শুনে বাড়ির লোক ছুটে আসে ৷

স্থানীয় বিজেপি সূত্রে খবর , চাঁপদানী পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্রের বিরুদ্ধে 700 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল ৷ চেয়ারম্যানের সেই দুর্নীতির বিরূদ্ধে সরব হয়েছিল প্রশান্ত রায় ৷ তার জেরেই কি এই দুর্ঘটনা ? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে ৷ যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সুরেশ মিশ্র ৷ উপরন্তু পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেও দাবি করেছেন তিনি ৷

জেলার সাধারণ সম্পাদক কৃষাণ সাউ বলেন, " সুরেশ মিশ্রের বিরূদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার বিরূদ্ধে আমরা লড়ছিলাম ৷ মোদিজির ব্রিগেডের দিন এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম ৷ তারপর থেকে বারবার প্রশান্তকে মারার চেষ্টা করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই ৷ দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে ৷ "

আরও পড়ুন :যতই তোমরা হামলা করো, আমরা সামলে নেব : মমতা

হাসপাতাল সূত্রে খবর, আহতের ডান হাতে গুলি লেগেছিল ৷ তা বের করে দেওয়া হয়েছে ৷ আপাতত তাঁরর অবস্থা স্থিতিশীল ৷ এক পুলিশ আধিকারিক জানান, "প্রশান্ত রায় আগে তৃণমূল করতেন ৷ শিবির বদলে বিজেপিতে আছেন দীর্ঘদিন ধরে ৷ কী কারণে তাঁর উপর হামলা হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

চাঁপদানিতে বিজেপি নেতাকে গুলি
Last Updated : Mar 17, 2021, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details