পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী না করায় দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য - BJP

বিজেপি ছাড়লেন ভাস্কর ভট্টাচার্য । ভাস্কর ভট্টাচার্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লিখে ইস্তফার কথা জানিয়েছেন । বিজেপি সূত্রের খবর, চাঁপদানী অথবা শ্রীরামপুরে প্রার্থী হতে চেয়েছিলেন । কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি ।

প্রার্থী না করায় দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য
প্রার্থী না করায় দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য

By

Published : Mar 16, 2021, 10:18 PM IST

হুগলি, 16 মার্চ : বিজেপি ছাড়লেন ভাস্কর ভট্টাচার্য । বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য হুগলি জেলার প্রাক্তন সভাপতি । বিজেপি সূত্রের খবর, চাঁপদানী অথবা শ্রীরামপুরে প্রার্থী হতে চেয়েছিলেন । কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি । শ্রীরামপুরে বিজেপি প্রার্থী করেছে কবীর শংকর বসুকে, চাঁপদানীতে প্রার্থী করেছে দিলীপ সিং-কে ।

ভাস্কর ভট্টাচার্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লিখে ইস্তফার কথা জানিয়েছেন । চিঠিতে লিখেছেন, ‘‘নিষ্ঠার সঙ্গে কাজ করেছি 21 বছর ধরে ৷ এবার আমার শেষ সুযোগ ছিল শ্রীরামপুর বা চাঁপদানি থেকে লড়ার । আমি আমার সমস্ত দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করলাম ।’’

ভাস্কর ভট্টাচার্য জানান, শ্রীরামপুর-চাঁপদানির প্রার্থীদের থেকে কোনও অংশে কারও থেকে তিনি নিজেকে কম মনে করেন না ৷ কিন্তু পার্টি তাঁকে এই দু’টো জায়গা থেকেই অযোগ্য বলে মনে করেছেন ৷ তিনি বলেন, ‘‘তাই আর পার্টির সঙ্গে থেকে মানসিক ভাবে কাজ করার ক্ষমতা নেই আমার । দলের আদর্শ বইয়ের পাতাতেই হয়েছে এখন আর কিছু নেই । এখনই রাজনৈতিক সন্ন্যাস নিতে চাই না । আগামী দিনে নতুন কিছু চিন্তা ভাবনা করছি ।’’

আরও পড়ুন :পাঁচলার কর্মিসভায় তৃণমূল-বিজেপি বিরুদ্ধে সরব আব্বাস সিদ্দিকী

বিজেপির প্রার্থী ঘোষণা হতেই হুগলি জেলায় অশান্তির আগুন ছড়ায় । হুগলি জেলা অফিসে ভাঙচুর, রাস্তা অবরোধ, বিক্ষোভে উত্তাল হয় । উত্তরপাড়া, চুঁচুড়া, চন্দননগর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, ছবিটা সব জায়গায় একই । প্রার্থী হতে না পেরে দল ছেড়েছেন হুগলির প্রাক্তন সভাপতি সুবীর নাগ । টিকিট না পেয়ে রাজকমল পাঠক ফেসবুকে পোস্ট করেন, ‘‘৩০ বছর হল বিজেপি পার্টিটা নিষ্ঠার সঙ্গে করছি । বর্তমান পরিস্থিতি বলছে এবার অবসর নেওয়া উচিত ।’’

ABOUT THE AUTHOR

...view details