পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"যেখানেই মাতব্বর ভেবেছি সেখানেই হেরেছি", স্বীকারোক্তি তৃণমূল বিধায়কের - দিলীপ যাদব

"যে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেখানে জিতেছি । আর যেখানে নিজেদের মাতব্বর ভেবেছি সেখানে হেরেছি । সব জায়গায় তাই হয়েছে । আমরা নিজেদের সংশোধন করব না? আর আজকে BJP-কে শত্রু বলছি । " হুগলি জেলা তৃণমূলের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আজ একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । এদিকে বক্তব্যের মাঝেই তাঁকে এসব কথা না বলার জন্য মঞ্চের নিচ থেকে বলা হয় । যদিও প্রবীরবাবু বলেন, তিনি এসব কথা বলবেনই ।

প্রবীর ঘোষাল

By

Published : Aug 23, 2019, 10:24 PM IST

শেওড়াফুলি, 23 অগাস্ট : "যে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেখানে জিতেছি । আর যেখানে নিজেদের মাতব্বর ভেবেছি সেখানে হেরেছি । সব জায়গায় তাই হয়েছে । আমরা নিজেদের সংশোধন করব না? আর আজকে BJP-কে শত্রু বলছি । " হুগলি জেলা তৃণমূলের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আজ একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । এদিকে বক্তব্যের মাঝেই তাঁকে এসব কথা না বলার জন্য মঞ্চের নিচ থেকে বলা হয় । যদিও প্রবীরবাবু বলেন, তিনি এসব কথা বলবেনই ।

27 আগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলিতে প্রশাসনিক সভা আছে । তার আগে আজ শেওড়াফুলির সত্যজিৎ রায় ভবনে হুগলি জেলা তৃণমূলের বর্ধিত সভা ছিল । সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রবীরবাবু লোকসভায় দলের ফল নিয়ে বলছিলেন । তারঁ মতে উত্তরপাড়া বিধানসভায় অনেক কাজ হচ্ছে তাঁকে না জানিয়েই । বিধায়ক বলেন, "দলের খারাপ সময়ে পৌরসভা ভাঙার কাজ করছে যারা তারা দলের মদত পাচ্ছে । ভোটটা ঐক্যবদ্ধভাবে করেছি বলেই কোন্নগরে আমরা জিতেছি । যেসব জায়গায় পুরো ঐক্যবদ্ধ হতে পারিনি, নিজেদের মাতব্বর ভেবেছি, সেখানে হেরেছি । সব জায়গায় তা হয়েছে । এই ভুলগুলো আমরা সংশোধন করব না? আর BJP-কে শত্রু বলছি ।"

এই কথা বলার সময় তৃণমূল কর্মীরা চিৎকার চেঁচামেচি শুরু করে । এসব কথা রাজ্য কমিটির বৈঠকে গিয়ে বলতে বলা হয় বিধায়ককে । কিন্তু তিনি বলে যান, "আমাকে চুপ করানো যাবে না । সভায় জেলা সভাপতি আছেন তাই বলব ।"

রাজনৈতিক মহলের একাংশের মতে প্রবীরবাবুর ইঙ্গিত ছিল উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান ও হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের দিকে । দিলীপবাবুর সঙ্গে প্রবীর ঘোষালের দ্বন্দ্ব সবাই জানে । কল্যাণ বন্দোপাধ্যায়ের ভোট সেনাপতি ছিলেন দিলীপ যাদব । কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে তৃতীয়বার সাংসদ হওয়ায় দিলীপ যাদবের দায়িত্ব কিছুটা বাড়ে । তপন দাশগুপ্তকে সরিয়ে তাঁকে দলের জেলা সভাপতি করা হয় । তাতেই উত্তরপাড়ার বিধায়ক বনাম উত্তরপাড়ার চেয়ারম্যানের ঠান্ডা লড়াই প্রকাশ্যে চলে আসে ।

পরে অবশ্য বিধায়ক বলেন, তাঁকে না জানিয়ে অনেক কিছু হচ্ছে । তা নিয়ে কিছু অভিযোগও আছে । তা নিয়ে আলোচনা হয়েছে । এগুলি ছোটোখাটো ব্যাপার । মুখ্যমন্ত্রী আসছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে । দিদিকে বলো নিয়ে ব্যাপক প্রচার চলছে আর জনসংযোগ কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন । সভায় ক্ষোভ নিয়ে বিধায়ক বলেন, "আমাদের গণতান্ত্রিক দল । এসব ক্ষোভ বিক্ষোভ থাকবে । এগুলি বড় ব্যাপার না ।"

এই বিষয়ে জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "উনি সিনিয়র । আমার কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা । 'আমি' যতদিন থাকব ততদিন কিছু করতে পারব না । 'আমরা' যেদিন হব সেদিন সাফল্যের সঙ্গে কাজ কাজ করতে পারব । আমার কোথাও ভুলত্রুটি হতে পারে, কেউ মন খারাপ করতে পারে । বাট আই উইল রেক্টিফাই মাইসেল্ফ ।"

ABOUT THE AUTHOR

...view details