কলকাতা, 10 ফেব্রুয়ারি:পঞ্চায়েত নির্বাচনের আগে সুখবর হুগলি জেলার মানুষের জন্য । এই জেলার বাসিন্দাদের পানীয় জলের চাহিদা পূরণের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হল রাজ্য সরকারের তরফ থেকে । মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 260 কোটি টাকা ৷ নবান্ন সূত্রে খবর, হুগলি জেলার 25টি জল প্রকল্প পুনর্গঠনের জন্য এই অর্থ বরাদ্দ করেছে রাজ্য৷ এই প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য (drinking water supply in Hooghly) ।
প্রসঙ্গত, জেলা সফরে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই হুগলি জেলার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফ থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে । জানা গিয়েছে, এই জেলায় একাধিক জল প্রকল্পের পুনর্গঠন ও সংস্কার প্রয়োজন ৷ এই অর্থে সেগুলিই আবার নতুন করে তৈরি করে জেলাবাসীর কাছে পানীয় জল পৌঁছে দেওয়া হবে (funds for drinking water supply in Hooghly) ৷
জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক আধিকারীকের কথায়, রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলার প্রত্যেকটি প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়া হবে । ইতিমধ্যেই গোটা রাজ্যে এই কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে । হুগলি জেলার ক্ষেত্রে এই কাজ সম্পূর্ণ করতে গেলে কিছু ক্ষেত্রে বর্তমানে যে প্রকল্পগুলি আছে সেগুলির ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন ৷ আবার কিছু ক্ষেত্রে নতুন করে সবটা তৈরি করতে হবে । সেইসব বিবেচনা করেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে ৷
আরও পড়ুন: পঞ্চায়েত ও ব্লকস্তরে আবাস যোজনায় ভালো কাজে পুরস্কারের ভাবনা রাজ্য়ের
সরকারের পরিকল্পনা, হুগলি জেলায় গঙ্গা থেকে জল নিয়ে তা পরিশোধিত করে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে । বসতি ও জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির কারণে প্রাত্যহিক জলের চাহিদা গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে । জেলার এি বিশাল সংখ্যক মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল দ্রুত পৌঁছে দেওয়া খুব জরুরি । আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । তবে এর অন্য ব্যাখ্যাও করছেন অনেকে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই মুহূর্তে হুগলি জেলাজুড়ে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির । এই অবস্থায় উন্নয়নের কাজকে সামনে রেখেই মানুষের দরজায় যেতে চায় শাসক দল তৃণমূল ৷ আর সেই কারণেই এমন উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।