বলাগড়, 10 মার্চ : বাংলায় বিধানসভা ভোট শুরু হতে মাত্র 17টা দিন বাকি ৷ তার আগে হুগলির বলাগড়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে ছড়াল উত্তেজনা ৷ মৃত কর্মীর নাম শেখ মাসুদ ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে এলাকার সক্রিয় কর্মী শেখ মাসুদকে ৷
মগরার দিগসুই হোয়েরা পঞ্চায়েতের ডহর চাকুলি গ্রামের বাসিন্দা শেখ মাসুদ । গতকাল তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর কর্মিসভা ছিল মগরার একটি লজে । সেই উদ্দেশে বাইক নিয়ে বের হন বছর পঁচিশের শেখ মাসুদ ৷ কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি । পরিবারের তরফে নানা জায়গায় খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি । আজ সকালে বলাগড় থানার সাধু বাঙালি মাঠে মাসুদের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ।