বৈদ্যবাটি, 21 ফেব্রুয়ারি : বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফ-এর জোট এখনও আলোচনার টেবিলে রয়ে গেল । এই নিয়ে চারবার বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে আবাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের । কিন্তু আসন সমঝোতা নিয়ে বিস্তর ফারাক থাকছে তিন দলের ।
বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ জোট নিয়ে জট অব্যাহত - কংগ্রেসের সঙ্গে আইএসএফ
বৈদ্যবাটির সিপিআইএম পার্টি অফিসে বাম-কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর বৈঠক হয় । সেখানে সিপিআইএমের তরফে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম এবং কংগ্রেসের আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য ।
শনিবার বৈদ্যবাটি সিপিআইএম পার্টি অফিসে বাম-কংগ্রেসের সঙ্গে বৈঠক হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর । সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম এবং কংগ্রেসের আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য । প্রায় দেড় ঘণ্টার বৈঠকে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনের সমঝোতা হলেও উত্তরবঙ্গের আসন নিয়ে জট কাটেনি । সিপিআইএম নেতা মহম্মদ সেলিম এই জোট নিয়ে অনেকটাই আশাবাদী । তবে অন্যদিকে কংগ্রেস এবং আইএসএফ চেয়ারম্যান নওশাদ জোট নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত ।
আরও পড়ুন : কর্মসংস্থানের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধীদের
সাংবাদিক সম্মেলনে নেতারা জোটের কথা মুখে বললেও, আসন সমঝোতা না হওয়া পর্যন্ত এই জোট নিয়ে সংশয় থেকেই যাচ্ছে । ভবিষ্যতই বলবে, আদও 28 ফেব্রুয়ারি বামেদের ব্রিগ্রেড সমাবেশে আব্বাস সিদ্দিকীর দল যোগ দেবে কিনা ।