রিষড়া, 29 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসে রাজ্যের একশোর বেশি পৌরসভার সম্ভাব্য নির্বাচন ৷ তার আগে রিষড়া পৌরসভা এলাকার একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে অস্বস্তিতে শাসকদল তৃণমূল (Viral Video of TMC Leader) ৷ ভিডিয়োটি রিষড়া পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাকির আলির বলে দাবি করা হয়েছে (Viral Video of TMC MP Aparupa Poddars Husband Sakir Ali) ৷ আরও নির্দিষ্ট করে বললে, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলির (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ যেখানে সাকির আলির বিরুদ্ধে তাঁর লোকজন নিয়ে একটি বাড়িতে ঢুকে মহিলাদের গালাগালি করতে শোনা গিয়েছে ৷
আর যে বাড়িতে সাকির আলি ঢুকেছেন বলে অভিযোগ ৷ সেটি রিষড়া বাঘখাল উর্দু প্রাথমিক স্কুলের শিক্ষক নাসিম আখতারের বাড়ি ৷ অভিযোগ, 2021 সালের 6 সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে গিয়ে নাসিম আখতার সহ তাঁর পরিবারকে ওই বাড়ি থেকে বের করে দেন সাকির আলি ৷ এমনকি বাড়ির মহিলাদের হেনস্থার অভিযোগও উঠেছে ৷ নাসিম আখতার এবং তাঁর স্ত্রী আনসারি খাতুন আরামবাগের সাংসদের স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন ৷ যদিও, পাল্টা নাসিম আখতার ও তাঁর পরিবারের বিরুদ্ধে বাড়িটি জবর দখল করার অভিযোগ এনেছেন সাকির আলি ৷
নাসিম আখতার অভিযোগ করেছেন, তিনি 2020 সালে বাড়িটি কেনার পর দেড় লক্ষ টাকা তোলা নেন সাকির ৷ এর পর আরও 10 লক্ষ টাকা চান সাকির আলি ৷ সেই টাকা দিতে অস্বীকার করায় নাসিমকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ সেই মামলায় আপাতত জামিনে মুক্ত প্রাথমিকের স্কুল শিক্ষক ৷ তাঁরা ওই বাড়িতে না থাকলেও এখনও আতঙ্কে রয়েছেন বলে জানান নাসিম এবং তাঁর স্ত্রী ৷