বলাগড়, 25 জুন : যৌনসম্পর্কে লিপ্ত পঞ্চায়েতের উপপ্রধান এবং মহিলা সদস্য ৷ জুটির ‘বিশেষ মুহূর্তের’ ভাইরাল সেই ছবি ঘিরেই এখন উত্তাল সিজা-কামালপুর গ্রাম পঞ্চায়েত ৷ শাসকদলের দুই নেতানেত্রীর এই ছবি ঘিরে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে বিজেপিও (TMC Leader Intimate Pic goes Viral) ৷
সিজা-কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস ৷ তিনি আবার সম্পর্কে জেলাপরিষদের সদস্য রুনা খাতুনের স্বামী ৷ গ্রাম পঞ্চায়েতেরই আরেক মহিলা সদস্যের সঙ্গেই সম্প্রতি নেটমাধ্য়মে ছড়িয়ে পড়েছে তাঁর বেশ কিছু ছবি ৷ কোনওটিতে ওই মহিলার গালে আলতো করে ঠোঁট ছোঁয়াচ্ছেন তিনি, কোনওটিতে আবার পেছন থেকে জড়িয়ে ধরেছেন ৷ এগুলির সঙ্গেই ভাইরাল হয়েছে দু'জনের নগ্ন ছবিও ৷ যদিও ভাইরাল হওয়া ওই ছবিগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷