চুঁচুড়া, 13 মে : স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব সংগ্রহের ব্যবস্থার কথা জানতে পেরে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । কাঠের গুড়ি এবং বাঁশ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দেয় তাঁরা । বিক্ষোভের জেরে শেষমেশ পিছু হটে স্বাস্থ্যকর্মীরা। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । কিন্তু তারপরও কাজ শুরু করা যায়নি । হুগলির চণ্ডীতলার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা ।
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব সংগ্রহের ব্যবস্থা করায় বিক্ষোভ গ্রামবাসীদের - corona news updates
গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন এই স্বাস্থ্যকেন্দ্রে কোনও পরিষেবা নেই। আজ হঠাৎ করে সোয়াব সংগ্রহের কাজ শুরু হয়েছে । এর জেরে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে । তাই অন্যত্র এই সোয়াব টেস্টের ব্যবস্থা করা হোক ।
চণ্ডীতলার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোরোনা নির্ণয়ের জন্য সোয়াব সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে । সেইমতো আজ ব্লক হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দেন স্বাস্থ্যকর্মীরা । খবর পেয়েই বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দেয় তাঁরা । সুনীল মালিক নামে এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, "দীর্ঘ 25 বছর ধরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক নেই । আর আজ হঠাৎ করে সোয়াব সংগ্রহের সেন্টার করা হচ্ছে । এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না । ব্লক হাসপাতালে সোয়াব সংগ্রহের সেন্টার করা হোক। তাছাড়া, এই গ্রামে কোরোনা সংক্রমণের কোনও খবর নেই । এবার অন্য এলকা থেকে এখানে কোরোনা পরীক্ষা করাতে এলে সংক্রমণের আশঙ্কা বাড়বে । তাই বিক্ষোভে সামিল হয়েছি আমরা ।"
এবিষয়ে, পঞ্চায়েত প্রধান সহদেব বাগ বলেন, "এই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে কোনও চিকিৎসক না আসায় গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল । তারউপর আজ তাঁরা জানতে পারেন, এখানে সোয়াব টেস্টের জন্য সেন্টার করা হয়েছে । তাঁদের মধ্যে কোরোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয় । তাই বিক্ষোভ দেখান তাঁরা । যদিও এবিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন প্রধান । তিনি জানান, সরকারিভাবে তাঁকে জানানো হলে, গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে দেখবেন ।