পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তারকেশ্বরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর

ক্ষতিপূরণের তালিকায় নাম নেই আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ৷ এই অভিযোগে সেজন্য এক মহিলা পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল গ্রামবাসী ৷

villagers protest against tmc panchayat
পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে বিক্ষোভ

By

Published : Jun 26, 2020, 5:44 PM IST

Updated : Jun 26, 2020, 6:26 PM IST

তারকেশ্বর, 26 জুন : আমফানের ক্ষতিপূরণের তালিকায় নাম না আসায় বিক্ষোভ গ্রামবাসীর । তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেমনপুর এলাকায় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী । তাদের দাবি, সত্যিকারের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে অন্য জনকে পাইয়ে দিয়েছে সদস্য অলকা মালিক । তবে এই পঞ্চায়েত সদস্যর বক্তব্য, "কাউকে পাইয়ে দেওয়া হয়নি । কেউ আমার আত্মীয় নয় । CPI(M) ও BJP মিলে আমার দিকে আঙুল তুলছে। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। আশা করি সব মিটে যাবে।

গ্রামবাসীর অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম না পাঠিয়ে এই পঞ্চায়েত সদস্য তাঁর ঘনিষ্ঠদের নাম পাঠিয়েছেন ব্লকে । গতকাল ব্লক অফিস থেকে গ্রামে পরিদর্শনে আসেন ব্লকের অধিকারিকরা । গ্রামের মানুষ জানতে পারে, যাদের কোনও ক্ষতিই হয়নি তাদের বাড়ি পরিদর্শন করা হয়েছে । এরপরেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ সকালে 100 দিনের কাজ চলাকালীন পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীকে দেখতে পেয়ে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী । তাদের দাবি, যার যেমন ক্ষতি হয়েছে, তাদের সেরকম ক্ষতিপূরণ দেওয়া হোক। গ্রামবাসী জানতে চায়, আমফান ঝড়ে কি বেছে বেছে ক্ষতি হয়েছে যে গোপনে সার্ভে করা হচ্ছে !

পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ
পঞ্চায়েত সদস্যা অলকা মালিকের দাবি, তিনি বেছে বেছে নাম পাঠাননি। যারা ক্ষতিগ্রস্ত তাদের নাম পাঠানো হয়েছে । এখানে BJP ও CPI(M) তাঁকে বদনাম করার জন্য এসব করছে ৷
Last Updated : Jun 26, 2020, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details