বুধবার সকালে সরস্বতী পুজো ধনিয়াখালিতে ধনিয়াখালি, 25 জানুয়ারি: পঞ্জিকা মতে কয়েকছর ধরে দু'দিন সরস্বতী পুজো পড়ে ৷ তবে এ বছর যতদূর জানা গিয়েছে, আজ বিকেল থেকে আগামিকাল সকাল পর্যন্ত পুজোর তিথি রয়েছে ৷ কিন্তু তার আগেই বুধবার সকাল সকাল পুজো সেরে ফেলল হুগলির একটি স্কুল ৷ আর আগের দিন এই পুজো করা নিয়েই ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক থেকে প্রাক্তন ছাত্রদের মধ্যে ৷ তাঁদের অভিযোগ, আগের দিন পুজো করে দায় সারলেন স্কুলের শিক্ষকরা (Village agitate against headmaster) ।
বুধবার সকালে সরস্বতী পুজো:ঘটনাটি ঘটেছে ধনিয়াখালির বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয়ে । বুধবার ধুমধামের সঙ্গে সরস্বতী পুজোর আয়োজন করা হয় সেখানে । হোম যজ্ঞের পর পুজোর শেষে ছাত্র ছাত্রীদের প্রসাদ বিতরণও করা হয় । নিয়ম মতে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয় । আজ বিকালে এই পঞ্চমী পড়বে । কিন্তু কোনও নিয়মের তোয়াক্কা না করেই এই পুজোর করে ফেলাতেই বাঁধে গোল । প্রাক্তন ছাত্রদের অভিযোগ, কী করে আজকে পুজো হয় । এসব করার জন্য স্কুলের শাস্তির দাবি করেন তাঁরা । শিক্ষকের সাফাই, স্কুলের ক্যালেন্ডারে নাকি আজ সরস্বতী পুজো রয়েছে । তাই তারা পুজো করেছেন ৷ যদিও আরও দাবি, স্কুল পরিদর্শকের অনুমতি নিয়েই এই পুজোর আয়োজন করা হয়েছে ।
অভিযোগ, গত বছর থেকেই এভাবেই পুজো করা হয় এই স্কুলে । কিন্তু লিখিত অনুমতি নেই । এ বিষয়ে স্কুল পরিদর্শক গৌরব মিশ্র জানান, তিনি পুজোর কোনও অনুমতি দেননি । যদি দিতেন তাঁর আওতায় সমস্ত স্কুলেই পুজো হতো । তিনি আরও জানান, সরকারি নির্দেশিকা এবং পুজোর দিনক্ষণ মেনেই পুজোগুলি হয় স্কুলে স্কুলে । বিষয়টি নিয়ে শিক্ষা দফতরে জানাবেন বলেও তিনি জানিয়েছেন । স্কুলের সহকারী প্রধান শিক্ষক অসিত সিং বলেন, "স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী সরস্বতী পুজো করছি । গতবার থেকে আগের দিন থেকে সরস্বতী পুজো হচ্ছে । এসআই গতবারেও কিছু বলেননি । এবারেও কিছু বলেননি । তিথি নক্ষত্র অনুযায়ী আজ বিকালে পঞ্চমী পড়ছে । গতবার পুজো করেছি তাই এবারেও করলাম ।"
প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ: মিলন দত্ত বলেন, "প্রধান শিক্ষক আমাকে জানান, স্কুলের অর্ডার তাই সরস্বতী পুজো (Saraswati Puja 2023) হচ্ছে । এমনকী 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে স্কুলে জাতীয় পতাকা তোলা হয়নি । সেখানেও তিনি অর্ডার দেখিয়েছিলেন । আমি সকলকে জানিয়েছি এইরকম কাজের ব্যাপারে । আমরা গ্রামবাসীরা ধিক্কার জানাচ্ছি বিষয়টিকে ।"
আরও পড়ুন:থিমের প্রতিমা থেকে বারোয়ারির চাকচিক্য! শহরে জমজমাট বাগদেবীর আরাধনা