হুগলি, 28 নভেম্বর: হুগলির আরামবাগের নৈসরাই এলাকার দাপুটে তৃণমূল নেতা ইমরান খানকে একটি সালিশিসভায় কান ধরে ওঠবোস করানোর একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । তাঁকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠেছে এক আদিবাসী সংগঠনের বিরুদ্ধে । কিন্তু কেন এই তৃণমূল নেতাকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হল? তা নিয়ে ইতিমধ্যে উঠেছে প্রশ্ন । স্থানীয় সূত্রে খবর, 25 নভেম্বর রাতে নবকুমার হাঁসদা নামে স্থানীয় এক আদিবাসী শিক্ষকের সঙ্গে বচসা বাধে স্থানীয় তৃণমূল নেতা ইমরান খানের । হাতাহাতিও হয় । ওই ঘটনার উভয় পক্ষই থানায় অভিযোগ করেন ।
26 নভেম্বর ফের দুইজনের মধ্যে গন্ডগোল বাধে । নবকুমার একটি আদিবাসী সংগঠনের সদস্য । তিনি তাঁর সংগঠনকে বিষয়টি জানান । বুধবার সন্ধ্যায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নৈসরাই এলাকায় সালিশিসভা ডাকে । সেখানে তৃণমূলের নেতা ইমরানকে ডাকা হয় । সভায় ইমরানকে কান ধরে উঠবোস করানো হয় । সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ।