চন্দননগর, 16 নভেম্বর : চারধার প্যান্ডেল করে ঘিরে থাকা একটি জায়গায় দু'জনকে নির্মমভাবে মারধর করা হচ্ছে ৷ আর তা দেখতে ভিড় জমিয়েছেন পুজো দেখতে আসা সাধারণ মানুষ ৷ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ গতকাল জগদ্ধাত্রী পুজোর দশমী ছিল ৷ অভিযোগ, চন্দননগর স্ট্র্যান্ডে দশমীর রাতে দু'জন যুবক মোবাইল চুরি করার চেষ্টা করছিল ৷ সেই সময় তাঁদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ ৷ তারপর শুরু হয় অমানবিক মারধর ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্থানীয় দায়িত্বপ্রাপ্ত এক স্বেচ্ছাসেবক ও জলপাই রঙের পোশাক পরা এক নিরাপত্তারক্ষী ক্রমান্বয়ে লাঠি দিয়ে মারছে মোবাইল চোর সন্দেহে আটক করা অভিযুক্তদের বুকে, পেটে ৷ আর সঙ্গে চলছে নিরাপত্তারক্ষীর বুটের লাথি ৷ পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের কাউকে বলতে শোনা যাচ্ছে, 'আর মেরো না, মরে যাবে' বা 'মাথায় মেরো না' ৷ আবার ভিড়ের মধ্যে থেকে অনেককে বলতে শোনা যাচ্ছে তার উল্টোটাও ৷ কিন্তু কোনও কিছুতেই থামানো যাচ্ছে না স্বেচ্ছাসেবক আর নিরাপত্তারক্ষীকে ৷ স্থানীয় লোকজন চন্দননগর রানিঘাটের পাশে পুলিশ ক্যাম্পে এই দৃশ্য দেখে চলেছেন বহু মানুষ ৷ চোখের সামনে এমন নির্মম ঘটনা ঘটলেও কাউকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না ৷ উল্টে পাশ থেকে কখনও কখনও ভেসে আসছে 'আরও মারো' ৷ ভিড়ের মধ্যে থেকেই কেউ এই ঘটনার ভিডিয়ো তুলে আপলোড করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷