পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আটদিনের লড়াই শেষ, মৃত্যু ঋষভের

ছবি
ছবি

By

Published : Feb 22, 2020, 7:49 AM IST

Updated : Feb 22, 2020, 12:58 PM IST

11:13 February 22

কলকাতা, 22 ফেব্রয়ারি : আটদিনের লড়াই শেষ । আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হল ঋষভ সিংয়ের । 14 ফেব্রুয়ারি পুলকার দুর্ঘটনায় আহত হয়ে SSKM হাসপাতালে ভরতি ছিল সে। মাল্টি-অর্গান ফেলিওর হয়েই ঋষভের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ।

SSKM থেকে বার করা হচ্ছে ঋষভের দেহ

দুর্ঘটনার দিনই SSKM হাসপাতালে নিয়ে আসা হয় ঋষভকে । তবে তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, সেদিন রাতেই এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-র সাপোর্ট দিতে হয় । কিন্তু বুধবার থেকে ঋষভের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । বৃহস্পতিবার রাতে চিকিৎসকদের তরফে জানা যায়, তার অন্যান্য অর্গানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে । অবস্থা সিভিয়ার সেপসিসের মতো । ওষুধের সাহায্যে অল্প পরিমাণ ইউরিন বের করা সম্ভব হচ্ছে । পরিস্থিতি যেরকম তাতে তার শারীরিক অবস্থা রেনাল ফেলিওর, মাল্টি-অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছে বলে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা । বৃহস্পতিবার রাতে SSKM হাসপাতালের এক আধিকারিক জানিয়েছিলেন, ঋষভের ফুসফুস-সহ কোনও অর্গানের তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না । তবে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন । যন্ত্রের মাধ্যমে ঋষভের অর্গানগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে । যদি ফুসফুস নিজে থেকে কাজ করতে শুরু করত তাহলে বলা যেত ঋষভের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আশা রয়েছে । কিন্তু, তা হয়নি ।

07:45 February 22

জন্মদিনে ঋষভ

গতকাল SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল MSVP রঘুনাথ মিশ্র বলেছিলেন, "সমস্ত রকম সাপোর্ট আমরা দিচ্ছি । সমস্ত সাপোর্ট দেওয়ার পরেও বিশেষ উন্নতি হয়েছে, তা বলতে পারছি না । যান্ত্রিক সহায়তায় বাঁচিয়ে রাখা ছাড়া অন্য কিছু বলতে পারছি না । ফুসফুস, হার্ট-সহ সব অর্গান নিয়ে আমরা চিন্তিত । শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক ৷" 

Last Updated : Feb 22, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details