পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজারে বেচাকেনার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করল উত্তরপাড়া পুলিশ - লকডাউন

বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণে কড়া নির্দেশিকা দিল উত্তরপাড়া থানা । ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হল ।

Uttarpara Police
উত্তরপাড়া পুলিশ

By

Published : Apr 11, 2020, 12:34 PM IST

উত্তরপাড়া, 11 এপ্রিল : প্রশাসনের তরফে বার বার মানুষকে সচেতন করা সত্ত্বেও কোনও লাভই হচ্ছে না । প্রতিদিনই বাজারগুলিতে ভিড় করছে মানুষ । তাই ভিড় নিয়ন্ত্রণে কড়া নির্দেশিকা দিল উত্তরপাড়া থানা । ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হল । অন্যথায় বেচা-কেনা করতে পারবে না কেউই ।

বিভিন্ন জেলায় বাজারগুলিকে নিয়ে নাজেহাল প্রশাসন । প্রশাসনের নির্দেশিকা সত্ত্বেও বাজারে ভিড় করছে মানুষ । তাই বাজারে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেকারণে অনেক বাজারকে বড় মাঠে স্থানান্তরিত করা হচ্ছে । উত্তরপাড়া স্টেশন সংলগ্ন কাঁঠাল বাগান বাজার খোলার পর থেকেই মানুষ ভিড় করতে শুরু করে । তাই বাজারটিকে সি এ মাঠে স্থানান্তরিত করা হয় । কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছিল না ।

এই কাঁঠাল বাগানের বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে তাই গতরাতে পুলিশ ও পৌরসভার তরফে মাইকিং করা হয় । জানিয়ে দেওয়া হয়, আজ থেকে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক । একইসঙ্গে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব । এই নিয়মের অন্যথা হলে বেচা-কেনা করা যাবে না ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details