পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুঁচুড়ায় বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার - বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার

হুগলি জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার । দু'দিন আগে শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে সংশোধনাগারের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় । পরে সেখানে তাঁর দেহ উদ্ধার হয় ।

Unusual death of prisoner
Unusual death of prisoner

By

Published : Dec 7, 2020, 10:20 PM IST

হুগলি, 7 ডিসেম্বর : হুগলি জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । মৃতের নাম অষ্টা বড়াল (34) । চণ্ডীতলা গরলগাছার বাসিন্দা ।

জানা গিয়েছে, দিনকয়েক আগে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় জেল হাসপাতালের একটি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ওই বন্দিকে । পুলিশ জানিয়েছে, গতরাত তিনটে পর্যন্ত সে ভালো ছিল । ভোরের দিকে তার আর কোনও সাড়া পাওয়া যায়নি । তার নিথর দেহ উদ্ধার হয় জেল হাসপাতালের বাথরুমে ।

জানা গিয়েছে, বাথরুমের জানালা থেকে গলায় কম্বলের ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় অষ্টাকে । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া হাসপাতালে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ ।

ঝুলন্ত দেহ উদ্ধার

ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হবে বলে জানা গিয়েছে । এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে 19 সেপ্টেম্বর চণ্ডীতলার গরলগাছার অষ্টা বড়ালকে গ্রেপ্তার করে পুলিশ । শ্রীরামপুর আদালতের নির্দেশে তাকে শ্রীরামপুর জেলে রাখা হয় । শারীরিক অসুস্থতার কারণে তাকে গতকাল হুগলি জেলে আনা হয় । সেখানে হুগলি জেলের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল ।

ABOUT THE AUTHOR

...view details