পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভদ্রেশ্বরসহ অন্য রেলস্টেশন সংলগ্ন সাবওয়েগুলি চওড়া করার দাবি হুগলিবাসীর - bengal's expectation from union budget 2020

ভদ্রেশ্বর স্টেশন যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য একটি মাত্র সাবওয়ে । ফলে যানজটে পড়ে নাকাল শহরবাসী । দীর্ঘদিন ধরে এইভাবে চলছে । কোনও সুরাহা হয়নি । আজ পর্যন্ত হুগলির সাংসদ ও বিধায়কদের বারবার জানিয়েও একই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী । তাই নতুন উড়ালপুলের দাবি করছেন হুগলি জেলার মানুষ ।

hooghly
hooghly

By

Published : Jan 31, 2020, 1:56 PM IST

ভদ্রেশ্বর, 31 জানুয়ারি : আগামীকাল এই বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । বাজেট নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার মানুষের রয়েছে একাধিক প্রত্যাশা । উন্নত অর্থনীতি ও অবস্থা আশা করে রয়েছেন তাঁরা । একইরকমভাবে হুগলি জেলার বাসিন্দাদেরও প্রত্যাশা রয়েছে রেল বাজেট নিয়ে । ভদ্রেশ্বর সহ অন্যান্য রেল স্টেশনের সঙ্গে যুক্ত সাবওয়েগুলিকে চওড়া করুক রেলকর্তৃপক্ষ । অথবা তৈরি হোক নতুন উড়ালপুল, দাবি করছেন হুগলি জেলার মানুষ ।

ভদ্রেশ্বর স্টেশন যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য একটি মাত্র সাবওয়ে । ফলে তীব্র যানজটে পড়ে নাকাল শহরবাসী । দীর্ঘদিন ধরে এইভাবে চলছে । কোনও সুরাহা হয়নি । আজ পর্যন্ত হুগলির সাংসদ ও বিধায়কদের বারবার জানিয়েও একই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী । যানজটের ফলে দীর্ঘক্ষণ আটকে থাকে একাধিক যানবাহন ।

কী চাইছেন হুগলিবাসী ?

স্থানীয় মানুষের দাবি, বহু বছর আগে লোকসংখ্যা কম থাকায় একটি সাবওয়েতে যাতায়াত করা যেত । বর্তমানে নগরায়ণের ফলে মানুষ ও গাড়ির সংখ্যা বেড়েছেব । ফলে জি টি রোড ও দিল্লি রোডের সংযোগকারী এই স্টেশন রোড রুট মাঝেমধ্যেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় । বিশেষ করে স্কুল ও অফিস যাওয়ার সময় মানুষের দুর্ভোগ বাড়ে । তারপরেও একটু বৃষ্টিতে জল জমে যায় রেল সাবওয়েতে । চলতি বছরের রেল বাজেটে ভদ্রেশ্বর সহ এই ধরণের সাবওয়েগুলিকে চওড়া করা অত্যন্ত প্রয়োজন অন্যথা উড়ালপুলের ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ । না হলে ভবিষ্যতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাবে ভদ্রেশ্বর রেলস্টেশন ।

আরও পড়ুন : বিপর্যস্ত ব্যবসা, কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে নদিয়ার তাঁত শিল্প

ABOUT THE AUTHOR

...view details