ব্যান্ডেল, ২৩ ফেব্রুয়ারি : চারবস্তা কাছিমসহ ২ জন মহিলাকে গ্রেপ্তার করল ব্যান্ডেল GRP। গতকাল তাদের চুঁচুড়া জেলা আদালতে তোলা হয়।
ব্যান্ডেলে ৪ বস্তা কাছিমসহ গ্রেপ্তার ২ মহিলা - tortoise
চারবস্তা কাছিমসহ ২ জন মহিলাকে গ্রেপ্তার করল ব্যান্ডেল GRP। ধৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনের ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। গতকাল তাদের চুঁচুড়া জেলা আদালতে তোলা হয়।
গতকাল ডাউন দুন এক্সপ্রেস থেকে দুই মহিলা চারটি বস্তা নিয়ে ব্যান্ডেল স্টেশনে নেমে ইতস্ততভাবে ঘুরছিল। সেই সময় ব্যান্ডেল GRP থানার অ্যান্টি ক্রাইম টিমের নজরে আসে। পুলিশ বস্তা খুলে দেখে ১১০টি কাছিম। বস্তা সমেত দুই মহিলাকে আটক করে ব্যান্ডেল GRP থানার পুলিশ। তারপরই তাদের জিজ্ঞাসাবাদ করা। কোনও জবাব না পাওয়ায় গ্রেপ্তার করা হয় দু'জনকে। ধৃত দুই মহিলার নাম বাসন্তী (৪০) ও কিশু (৩০)। তাদের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর থানার পিপারপুরে। তারা দুন এক্সপ্রেস করে কাছিং নিয়ে আসছিল বিক্রির জন্য। সূত্রে খবর, দালাল মারফত কলকাতায় বড় বড় হোটেলে খাওয়ার জন্য বিক্রি করা হয় এই কাছিম।
ধৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনের ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। গতকাল দু'জনকে চুঁচুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।