দাদপুর, 20 মে : দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের দুই বুথ সভাপতিকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস । আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসায় তাদের অপসারণ করা হয়েছে ।
আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি, অপসারিত দুই তৃণমূল বুথ সভাপতি - আমফানের ক্ষতিপূপরণ নিয়ে দুর্নীতি
আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করায় দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের দুই বুথ সভাপতিকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস ।
রাজ্য সরকারের তরফে আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে । যাঁদের বাড়ি ভেঙে গেছে তাঁদের হাতে 20 হাজার টাকা করে তুলে দেওয়া হচ্ছে । সেই ত্রাণের টাকা নিয়েই হুগলির একাধিক এলাকায় দুর্নীতির অভিযোগ উঠেছে । 18 জুন পোলবার দাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রুপম ভবক নিজের পরিবারের নাম ত্রাণ বিতরণের তালিকায় ঢুকিয়ে 20 হাজার টাকা ক্ষতিপূরণ নেওয়ার কথা স্বীকার করেন । অভিযোগ , ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরিতে তিনি যুক্ত ছিলেন । তখনই নিজের পরিবারের নাম ঢুকিয়ে দিয়েছেন । চাপে পড়ে সেই টাকা BDO-র কাছে ফিরিয়ে দেওয়ার কথাও বলছেন তিনি ।
এরপর গতকাল আমফান দুর্নীতির তদন্ত করতে দাদাপুরে আসেন পোলবার BDO ও বিধায়ক অসীমা পাত্র । তাঁরা বিষয়টি খতিয়ে দেখেন । এছাড়াও দাদপুর অঞ্চলের 14 নম্বর বুথের বাঁশদরুন গ্রামের বুথ সভাপতি রমজান আলি মোল্লার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে । তিনিও অবশ্য টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন । এসব দুর্নীতির অভিযোগে অসীমা পাত্রের নির্দেশে অপসারণ করা হয় ওই বুথ সভাপতিকে । পাশাপাশি পঞ্চায়েতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এভাবে যারা টাকা নিয়েছে তাদের অবিলম্বে তা ফিরিয়ে দিতে হবে । অন্যদিকে, BJP-র অভিযোগ, আইমাতেও আরও 7 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছে যারা একইভাবে দুর্নীতি করে ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করেছে । অবলম্বে সেই ঘটনারও তদন্তের দাবি জানিয়েছে তারা ।