সিঙ্গুর, 2 ডিসেম্বর :পারিবারিক অশান্তির জেরে খুন হলেন একই পরিবারে দু'জন । নিহত দু'জনকে খুন করার অভিযোগ উঠেছে পরিবারের এক আত্মীয়ের বিরুদ্ধে (Two persons of a family allegedly murdered in Singur) । মৃত দু'জনের নাম দীনেশ প্যাটেল ও অনসূয়া প্যাটেল । বৃহস্পতিবার ভোরে সিঙ্গুরে এই ঘটনা ঘটে ৷ আরও দুই সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করছে ৷
সূত্রে জানা গিয়েছে, নান্দা এলাকার কাঠের কারখানা এবং নিজস্ব বাড়ি থেকে একই পরিবারের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ । তাঁদের সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । মৃত ও জখম ব্যক্তিরা কাঠ ব্যবসায়ী ৷