পাণ্ডুয়া, 29 ডিসেম্বর:নতুন বছরে আসছে, তাই বেশ আনন্দেই দুই বন্ধু বাইকে চেপে এগরোল খেতে বেরোয়। সেই যাওয়াই কাল হল । দুই নাবালকের মৃত্যু হল পথদুর্ঘটনায় । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়ায় । একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইকটির । মৃত্য়ু হয় সুরেশ রায় (17), প্রীতম মণ্ডলের (16) ৷ তিননা ষষ্ঠী তলায় একটি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যুবকদের বাইকটিকে ৷ গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷
পুলিশ সূত্রে খবর, মৃতরা সিমলাগর তালবোনা কলোনির বাসিন্দা ৷ সুরেশ রাণাঘাটের একটি আইটিআই কলেজের পড়ুয়া ৷ প্রীতম তালবোনা রাধারাণী স্কুলের মাধ্যমিক পড়ুয়া ৷ বছরের শেষে ছুটির আমেজে বেশ কাটছিল ৷ এদিন সন্ধ্যেয় হঠাৎই দুই বন্ধুর ইচ্ছা হয় এগরোল খাওয়ার ৷ তাই বাইক নিয়ে 10 কিলোমিটার দূরে পাণ্ডুয়া বাজারে যায় দু‘জনে মিলে এগরোল খেতে ৷ এগরোল খেয়ে পাণ্ডুয়া থেকে ফেরার পথে তিননা ষষ্ঠী তলা দিয়ে ফিরছিল ৷ তাদের দু’জনের মাথাতেই ছিল না হেলমেট ৷ বাইকের গতিও ছিল বেপরোয়া ৷ তাই নিয়ন্ত্রণ তিননা ষষ্ঠী তলা এলাকায় একটি গাড়িকে ধাক্কা মারে বাইকটি ৷ গুরতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে দুই যুবককে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানকার চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ ৷