পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident : দুই গাড়ির সংঘর্ষে মৃত দুই চালক - মারুতি ভ্যানের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

রামপুরহাটে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত দু’টি গাড়ির চালকই (Road Accident)৷

Road Accident
দুই গাড়ির সংঘর্ষে মৃত দুই চালক

By

Published : May 1, 2022, 7:42 PM IST

রামপুরহাট, 1 মে: দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির ৷ রবিবার দুপুরে রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নলহাটি থানা এলাকার তেজহাটি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃত মেহেবুব রহমান ও লিটন শেখ ৷ তারা দু‘জনেই চালকের আসনে ছিলেন (Road Accident ) ৷

পুলিশ সূত্রে খবর, এদিন তেজহাটি মোড়ের কাছে মারুতি ভ্যানের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই গুরুতর আহত হন দুই গাড়ির চালক ৷ দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মেহেবুব রহমানকে মৃত বলে ঘোষণা করেন । তার কিছুক্ষণ পরেই মৃত্য়ু হয় অন্য আর একটি গাড়ির চালক লিটন শেখের ৷

আরও পড়ুন :Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2

ABOUT THE AUTHOR

...view details