পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Twaha Slams Snehasis: ফুরফুরার উন্নয়নই করেননি স্নেহাশিস, নয়া পরিবহণ মন্ত্রীর বিরুদ্ধে সরব ত্বহা - কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম

গতকাল, বুধবার বিকেলে মন্ত্রিসভার রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই রদবদলে মন্ত্রিত্ব প্রাপ্তি ঘটেছে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর (Bengal Minister Snehasis Chakraborty) ৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে উন্নয়ন না করার অভিযোগ তুলেছেন ফুরফুর শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷

twaha-siddiqui-slams-bengal-minister-snehasis-chakraborty-on-furfura-sharif-development-issue
Twaha Slams Snehasis: ফুরফুরার উন্নয়নই করেননি স্নেহাশিস, নয়া পরিবহণ মন্ত্রীর বিরুদ্ধে সরব ত্বহা

By

Published : Aug 4, 2022, 4:13 PM IST

ফুরফুরা (হুগলি), 4 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর 24 ঘণ্টা কাটেনি ৷ তার আগেই হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর (Bengal Minister Snehasis Chakraborty) বিরুদ্ধে ধেয়ে এল উন্নয়ন না করার অভিযোগ ৷ আর এই অভিযোগ করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ তাঁর দাবি, সদ্য পরিবহণ মন্ত্রীর দায়িত্ব পাওয়া স্নেহাশিস চক্রবর্তীর ফুরফুরার কোনও উন্নয়ন করেননি ৷ ওই এলাকায় বিধায়কের উদ্যোগে কোনও শৌচালয় বা জলের কল বসানো হয়েছে কি না, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2011 সালে জাঙ্গিপাড়া থেকে প্রথমবার জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্নেহাশিস চক্রবর্তী ৷ 2016 ও 2021-এর বিধানসভা ভোটেও (Bengal Assembly Elections 2021) তাঁর জয়ের ধারা অব্যাহত ছিল ৷ ফলে তিনি ওই এলাকায় গত 11 বছরের বিধায়ক ৷ তাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ হইচই ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে ৷

ত্বহা সিদ্দিকী ঠিক কী কী বলেছেন ?

তিনি বলেন, ‘‘ওঁকে ভোটের আগে বহুবার দেখা গিয়েছে । ভোটের পর থেকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে, মাত্র একবার দেখা গিয়েছে । একদিন ওঁকে আমি প্রশ্ন করেছিলাম ভোটের আগে তো আপনাকে দেখা গিয়েছিল, এখন দেখা যাচ্ছে না কেন ? উনি তখন বলেছিলেন দলের তরফে আমাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় । সেজন্য আমি সময় পারি না ।’’ এর পর ফুরফুরা শরিফের পীরজাদার সংযোজন, ‘‘এরপর তো মন্ত্রী হলে আরও সময় দিতে পারবেন না উনি ।’’ তবে জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে স্নেহাশিসের মন্ত্রিত্ব প্রাপ্তিতে তিনি খুশি বলে জানিয়েছেন ৷

একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) ফুরফুরার উন্নয়নে অনেক কাজ করেছেন ৷ প্রশংসা করলেও ক্ষোভ চেপে রাখেননি ত্বহা ৷ তাঁর অভিযোগ, মন্ত্রিসভার এই রদবদলে সংখ্যালঘুদের বঞ্চিত করা হয়েছে ৷ তাজমুল হোসেনকে প্রতিমন্ত্রী করার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেছেন, ‘‘আমাদের সংখ্যালঘুদের এখানেও বঞ্চিত করা হল । ন’জনের মধ্যে একজনকে হাফ প্যান্ট মন্ত্রী দেওয়া হয়েছে ৷ কতটা কাজ করবে সে জানে না । এখানে অনেক কথা বলার আছে । কিন্তু আগে এখন অনেক কিছু দেখার আছে ।’’

ত্বহা মনে করেন, এর চেয়ে মুর্শিদাবাদের জাকির হোসেনকে মন্ত্রী করলে অনেক ভালো হত ৷ তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদের জাকির সাহেবকে মন্ত্রী করা হলে ভালো হত । যে মানুষটা নিজের পয়সা দিয়ে কাজ করতেন । যিনি ঘুষ নিতে ভালোবাসেন না । ঘুষটা কী জিনিস সেটা জানেন না ।’’

এদিকে এই নিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, ‘‘জাঙ্গিপাড়ার আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছি । ত্বহা সিদ্দিকী পীরসাহেব বলে আমি কোনও নেগেটিভ কথা বলছি না । উনি যেটা বুঝেছেন সেটা বলেছেন । সীমা ছাড়ালে নেগেটিভ কথা বলে দেব ।’’

ফুরফুরার উন্নয়নই করেননি স্নেহাশিস, নয়া পরিবহণ মন্ত্রীর বিরুদ্ধে সরব ত্বহা

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর দেখানো পথে সততার সঙ্গে দায়িত্ব পালন করব, মন্ত্রী হয়ে জানালেন স্নেহাশিস

ABOUT THE AUTHOR

...view details