পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিজ্ঞা পূরণ করতে সবুজ আবির মেখে দণ্ডি কাটলেন ভাদুরের তৃণমূল কর্মী - seikh goalm mostafa

একটাই প্রতিজ্ঞা ছিল গোঘাটের ভাদুরের তৃণমূল কর্মী শেখ গোলাম মোস্তাফার ৷ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি দণ্ডি কাটবেন ৷ সেইমতো তিন কিলোমিটার রাস্তা জুড়ে গন্ডি কাটলেন তিনি ৷ পাশপাশি পীর সাহেবের দর্গায় গিয়ে চাদরও জড়ালেন।

প্রতিজ্ঞা পূরণ করতে সবুজ আবির মেখে গন্ডি কাটলেন ভাদুরের তৃণমূল কর্মী
প্রতিজ্ঞা পূরণ করতে সবুজ আবির মেখে গন্ডি কাটলেন ভাদুরের তৃণমূল কর্মী

By

Published : May 7, 2021, 1:10 PM IST

ভাদুর, 7 মে : তৃতীয়বারের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন , তাহলে গোটা এলাকা দণ্ডি কাটার কথা বলেছিলেন গোঘাটের ভাদুরের এক তৃণমূল কর্মী সেখ গোলাম মোস্তাফা। সেইমতো দলের জয়ের খবর পেতেই সারা গায়ে সবুজ আবির মেখে তিন কিলোমিটারের মতো রাস্তায় দণ্ডি কেটে প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি ৷ এমনকি তার যাত্রাপথে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তাঁকে উৎসাহিতও করলেন স্থনীয়রা ৷

স্থানীয় সূত্রে খবর, পেশায় বালিখাদানের কর্মী সেখ গোলাম মোস্তাফা। দীর্ঘদিনের তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলেই পরিচিত সে। বিজেপির একের পর এক হুঁশিয়ারিতে আশঙ্কা গ্রাস করেছিল গোঘাটের তৃণমূল কর্মী সেখ গোলাম মোস্তাফার মনে । সেই সময় তার জেদ ছিল তাদের নেত্রীকে ফের গঙ্গার পাড়ের নীল বাড়ি দখল করাতেই হবে। একদিকে যেমন জেদ পূরণ হয়েছে অন্যদিকে প্রতিজ্ঞাপূরণ করতে বৃহস্পতিবার উৎসাহিত হয়ে তিনি তিন কিলোমিটার রাস্তা জুড়ে দণ্ডি কাটলেন ৷ পাশপাশি পীর সাহেবের দর্গায় গিয়ে চাদরও জড়ালেন।

পাশাপশি তার একটাই প্রার্থনা করোনা থেকে তাড়াতাড়ি গোটা বিশ্ব সর্বোপরি বাংলা মুক্ত হোক। নেত্রী যেন আগের মতোই মানুষের পাশে থেকে কাজ করতে পারেন। একইসঙ্গে তার একটাই দাবি, সাম্প্রদায়িক বিজেপি বাংলা থেকে নিপাত যাক।

আরও পড়ুন :আগামী দিনে সংক্রমণের সংখ্যা বাড়লেও জুনের শেষে কমতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

ABOUT THE AUTHOR

...view details