পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Leaders Arrested: ব্যবসায়ীর কাছে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা - তোলবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

তোলবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ৷ বুধবার হুগলি গ্রামীণ পুলিশ অভিযুক্ত দেবরাজ পাল-সহ তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে । অভিযুক্তদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

Trinamool Leaders Arrested
তোলাবাজির অভিযোগে গ্রেফতার তিন তৃণমূল নেতা

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 11:01 PM IST

মগরা, 18 অক্টোবর: হিমঘর মালিকদের থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা দেবরাজ পাল ৷ বুধবার হুগলি গ্রামীণ পুলিশ ওই নেতাকে গ্রেফতার করেছে । তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি ছিলেন তিনি ৷ বর্তমানের তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। অভিযোগ, বর্ধমানের এক ব্যবসায়ীর কাছে 17 লক্ষ টাকার তোলাবাজি করেছেন ।

ব্যবসায়ীর দাবি, হুগলির মগরায় একটি হিমঘর করার পরিকল্পনা ছিল তাঁর। সেই মতোই চলতি মাসের 7 তারিখ ওই ব্যবসায়ী দেবরাজ পালের বিরুদ্ধে মগরা থানায় তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভি৷যোগের ভিত্তিতেই মগরা থানার পুলিশ দেবরাজ পাল, ইন্দ্রজিৎ দাস ও রোহিত রায়-সহ মোট তিনজনকে গ্রেফার করে ৷ আজ অভিযুক্তদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

যদিও যার বিরুদ্ধে এই অভিোগ, সেই দেবরাজ পালের দাবি তাঁকে এর আগেও ফাঁসানো হয়েছিল । এবারেও ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে । তবে এই প্রসঙ্গেই হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "যেই হোক অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আইনত যা যা পদক্ষেপ তা নেওয়া উচিত তাই নেওয়া হবে ।"

তবে এই ঘটনায় প্রসঙ্গেই বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, "এর আগে ওই নেতার বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে পুলিশ চুপ ছিল । তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের ফলে গ্রেফতার হয়েছে । এর সঙ্গে বিজেপির যোগ নেই ।"

আরও পড়ুন: খড়াই ঘাসের শিল্পকর্মে পুজোর থিম এবার 'সোনার বাংলা'

কে এই দেবরাজ পাল ?

উল্লেখ্য, দেবরাজ পাল 2016 থেকে 2019 পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন । কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেল খাটেন তিনি । এছাড়াও স্থানীয় এক মহিলার কাছে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । এরপরই স্থানীয় তৃণমূল নেতারা দেবরাজ পালের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় এই তৃণমূল নেতার মগরার কালিতলা এলাকার হোটেল । প্রায় এক বছর তিনি বাড়ি ছাড়া ছিলেন । এর আগে আদি সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তের ঘনিষ্ট ছিলেন তিনি । বর্তমানে এখন তার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে ।

ABOUT THE AUTHOR

...view details