মগরা, 18 অক্টোবর: হিমঘর মালিকদের থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা দেবরাজ পাল ৷ বুধবার হুগলি গ্রামীণ পুলিশ ওই নেতাকে গ্রেফতার করেছে । তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি ছিলেন তিনি ৷ বর্তমানের তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। অভিযোগ, বর্ধমানের এক ব্যবসায়ীর কাছে 17 লক্ষ টাকার তোলাবাজি করেছেন ।
ব্যবসায়ীর দাবি, হুগলির মগরায় একটি হিমঘর করার পরিকল্পনা ছিল তাঁর। সেই মতোই চলতি মাসের 7 তারিখ ওই ব্যবসায়ী দেবরাজ পালের বিরুদ্ধে মগরা থানায় তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভি৷যোগের ভিত্তিতেই মগরা থানার পুলিশ দেবরাজ পাল, ইন্দ্রজিৎ দাস ও রোহিত রায়-সহ মোট তিনজনকে গ্রেফার করে ৷ আজ অভিযুক্তদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷
যদিও যার বিরুদ্ধে এই অভিোগ, সেই দেবরাজ পালের দাবি তাঁকে এর আগেও ফাঁসানো হয়েছিল । এবারেও ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে । তবে এই প্রসঙ্গেই হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "যেই হোক অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আইনত যা যা পদক্ষেপ তা নেওয়া উচিত তাই নেওয়া হবে ।"