সিঙ্গুর , 8 জুলাই : সিঙ্গুরে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল স্থানীয় তৃণমূল নেতাকে । গতরাতে তাকে গ্রেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ । আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে তার দু'দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
কয়েকদিন আগে আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে । সিঙ্গুরের বোড়াই পহলামপুর গ্ৰাম পঞ্চায়েতের মহম্মদপুর এলাকায় তৃণমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে । 6 জুন ওই গৃহবধু সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সঙ্গে ছিলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল।
আমফানের ক্ষতিপূরণ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা - allegation of rape f housewife in Singur
কয়েকদিন আগে আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে । এই ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হল ।
গ্রেপ্তার তৃণমূল নেতা
ওই দিনই তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে সিঙ্গুর থানা ঘেরাও এবং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা । আজও সকাল থেকে সিঙ্গুরের একাধিক এলাকায় তৃণমল নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তারা ।