পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, জখম 15 জন

তৃণমূলের নেতা অমর ঘোষ ও আবদুল মান্নান গোষ্ঠীর দু'পক্ষের মধ্যে জায়গা দখল নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত । ঘটনায় জখম হয় দু'পক্ষের কমপক্ষে 15 জন । ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ।

Trinamool groups conflicts in Hooghly
তৃণমূলের গোষ্ঠী কোন্দল

By

Published : Jul 17, 2020, 9:51 PM IST

পাণ্ডুয়া, 17 জুলাই : বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল । দু'পক্ষের মারধরে জখম হয় 15 জন । ভরতি করা হয় বৈঁচিগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে । এই ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দলে ঘটে । সংঘর্ষে উত্তপ্ত বৈঁচি বিলসরা রোডে DVC-র পাড় ।

তৃণমূলের নেতা অমর ঘোষ ও আবদুল মান্নান গোষ্ঠীর দু'পক্ষের মধ্যে জায়গা দখল নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত । গতকাল বৈঁচি বিলসরা তৃণমূল কর্মী শেখ মিলন তার বাড়ির সামনের জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরতে যায় । এলাকারই দুই যুবক মিলনের বোনকে মারে বলে অভিযোগ । বেড়া ভেঙে দেওয়া হয় । আজ আবার বেড়া দিতে গেলে তৃণমূল কর্মী শেখ বাবু দলবল নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ । লাঠি তরোয়াল নিয়ে মারধর করা হয় । ঘটনায় আহত হয় দু'পক্ষের কমপক্ষে 15 জন । ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । ঘটনাস্থানে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

অপরপক্ষের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে রাস্তা ঘিরে বেড়া দিচ্ছিল ৷ রাস্তা চলাচলের জন্যে তাঁদের কয়েক ফুট ছেড়ে বেড়া দিতে অনুরোধ করলে মারধর করতে আসে ৷ এপ্রসঙ্গে তৃণমূল নেতা অমর ঘোষ বলেন,"এটা 100% গোষ্ঠী দ্বন্দ্ব ৷ উত্তেজনা তৈরি করে মিলন ও লালনদের ইন্ধন দিচ্ছে সঞ্জিত ও মান্নান । বিভিন্ন ভাবে কোন ঠাসা করার চেষ্টা চলছে ।"

তৃণমূলের গোষ্ঠী কোন্দল

পাণ্ডুয়ার কর্মাদক্ষ সঞ্জিত বন্দ্যোপাধ্যায় বলেন, "গ্রামে নিজেদের মধ্যে গন্ডগোল । তারা একেক জন একেক নেতার সঙ্গে থাকে ।" অমর ও মান্নানের বিরুদ্ধে অভিযোগের কথা বলতে গেলে তিনি বলেন, "আমরা কর্মীদের নিজেদের মধ্যে মারধর সমর্থন করি না । এখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কোন ব্যাপার নেই ।"

ABOUT THE AUTHOR

...view details