চুঁচুড়া (হুগলি), 15 অক্টোবর : স্কুলের অভিভাবকদের অভাব অভিযোগের কথা ও উন্নয়ন নিয়ে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিতর্কে জড়ালেন হুগলির চুঁচুড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার (Trinamool Congress MLA Asit Majumder) ৷ অভিযোগ, সরকারি আইনকানুন না মানলে বেসরকারি স্কুলের যাওয়ার কথা বলেন তিনি । অভিভাবকদের প্রতিবাদে বিধায়ককে মেজাজ হারাতেও দেখা যায় ৷
শনিবার চুঁচুড়া বালির মোড়ে হুগলি গার্লস স্কুলে (Hooghly Girls School) মুখোমুখি বিধায়ক অনুষ্ঠানে হাজির ছিলেন অসিত মজুমদার । সেখানেই এক অভিভাবক পোশাকের (School Uniform) মান নিয়ে প্রশ্ন তোলেন । পোশাকের রঙ পরিবর্তন নিয়ে কথা বলেন । তখনই মঞ্চ থেকে বিধায়ক তাঁকে বারবার বসিয়ে দেওয়ার চেষ্টা করেন । এরপরও প্রতিবাদ করলে বিধায়ক মেজাজ হারান ।
তিনি বলেন, ‘‘আপনার কোনও কথাই শুনব না, বুঝতে পেরেছি আপনি অনেক বড় বিপ্লবী ৷ আমি বুঝে গিয়েছি । আপনি বসুন । এখানে এসেছে পড়তে, ড্রেসের রং দেখতে না । স্কুলের পড়াশোনা নিয়ে বলুন। ড্রেস পরে সিনেমায় পালিয়ে গেলাম, কোনও লাভ নেই । আমি রাস্তায় ঘুরি, সব জানি ।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুলের উন্নয়ন নিয়ে বলুন, কথা বলব ।’’ এভাবেই সুর চড়িয়ে অভিভাবকে বসিয়ে দেন ।
অভিভাবকদের দাবি, চুঁচুড়ার বিধায়ক ছাত্রী ও অভিভাবককে অপমান করছেন । তাঁদের মেয়েরা স্কুল শেষে বাড়ি চলে যায় ।কখনোই সিনেমা দেখতে যায় না ।