হুগলি, 17 নভেম্বর : BJP-র লাগানো ব্যানার ছেঁড়া নিয়ে BJP-তৃণমূল হাতাহাতি। আহত দুই BJP কর্মী। হুগলির আদিসপ্তগ্রাম বিধানসভার রেনেরপাড় এলাকার ঘটনা৷ হাতাহাতিতে আহত ওই দুই BJP-কর্মী চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের চিকিৎসাধীন৷
কয়েকদিন আগে কৃষি আইনের সমর্থনে BJP কর্মী-সমর্থকেরা কিছু ব্যানার লাগায় আদিসপ্তগ্রামে। কিন্তু গতরাতে সেই ব্যানারগুলি ছিঁড়ে দেওয়া হয়৷ BJP-র অভিযোগ, ব্যানারগুলি ছেঁড়ার পিছনে হাত রয়েছে তৃণমূলের৷ তা নিয়ে পোলবা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা।
অভিযোগ, গতরাতে থানা থেকে ফেরার পথে BJP-কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ দুই পক্ষের মধ্যেই চলে হাতাহাতি ৷ এর জেরে দুই BJP-কর্মী আহত হন৷ এক কর্মীর মাথায় আঘাত লাগে ৷ রাতে আহতদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁদের চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ওই দুই কর্মীর নাম সন্তু বাউল দাস ও খোকন দাস৷
সংঘর্ষের জেরে আহত দুইজন BJP-কর্মী হুগলি BJP-র সাংগঠনিক জেলার সহ সভাপতি কল্যাণ বোরেল বলেন, কৃষি আইনের সমর্থনে আমরা ব্যানার লাগিয়ে ছিলাম ৷ কিন্তু সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে। তাই আমাদের কর্মীদের মারধর করে আটকাতে চাইছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, আমাদের কর্মীদের উপর মিথ্যা দোষ চাপানোর চেষ্টা করেছে BJP৷