শ্রীরামপুর, 9 জুন : পিএইচই জল প্রকল্পের জায়গা নিয়ে ঝামেলায় জড়াল তৃণমূল ও বিজেপি ৷ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুর মৌজায় ৷ দুই দলের মধ্যে ঝামেলার জেরে বন্ধ হয়ে যায় পিএইচই প্রকল্পের জায়গা পাঁচিল দিয়ে ঘেরার কাজ ৷
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই জায়গায় জল প্রকল্প হলে সকলের উপকার হবে ৷ অন্যদিকে বিজেপির দাবি, ওটা দেবত্ব সম্পত্তি । ওখানে পুজো ও সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে । তৃণমূল জবর দখল করে ঘিরে নেওয়ার চেষ্টা করছে । এই নিয়ে দীর্ঘ এক বছর ধরে গণ্ডগোল চললেও, আজ তা চরম আকার নেয় । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ ।
প্রসঙ্গত, পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের খাস জমিতে পিএইচই জল প্রকল্পের কাজ শুরু হয় গত বছর । তখন থেকেই মাঝে মধ্যেই অনেক বাধার মুখে পড়েছে এই কাজ । পঞ্চায়েতের তৃণমূলের নেতাদের দাবি, পিএইচই হলে গ্রামের সবার বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে । ফলে গ্রামবাসীরা এই প্রকল্পে সম্মতি দেয় । কিন্তু কিছু বিজেপির লোক মূলত যারা বিজেপি দলের সমর্থক তারা এতে আপত্তি করে । আর সেই নিয়ে বাধার মুখে পড়ে এই প্রকল্প ৷ আজ সকাল থেকেও প্রকল্পের কাজ শুরু হলেও দু'দলের মধ্যে গণ্ডগোল শুরু হয় ।