পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীর উপর বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জাঙ্গিপাড়ায় বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর উপর বোমা ছোড়ার অভিযোগ ৷ কাঠগড়ায় শাসকদল তৃণমূল ৷ শুরু রাজনৈতিক তরজা ৷ পুলিশে অভিযোগ দায়ের প্রার্থী রাজকুমার মালিকের ৷

TMC attack BJP candidate
পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী

By

Published : Jul 2, 2023, 10:13 PM IST

বিজেপি প্রার্থীর উপর বোমা ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জাঙ্গিপাড়া, 2 জুলাই: জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । শনিবার রাতে তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় ৷ তবে বোমা না ফাটায় অল্পের জন্য রক্ষা পান তিনি । এমনটাই দাবি ওই পঞ্চায়েত সমিতির প্রার্থীর । ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে । ঘটনা জানার পরই বিজেপি কর্মী ও সাধারণ মানুষ এলাকায় জড়ো হয় । জাঙ্গিপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় । থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী রাজকুমার মালিক । যদিও পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তু বোমা নয়, পাকানো সুতলির দড়ি ।

বিজেপির দাবি, তৃণমূল ভয় পেয়ে সন্ত্রাস সৃষ্টি করছে ৷ আতঙ্কের পরিবেশ তৈরি করে এই পঞ্চায়েত নির্বাচন জিততে চাইছে । পালটা শাসকদল তৃণমূলের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই ৷ তাই তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে । জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির 7 নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজকুমার মালিক । তিনি অভিযোগ করেন, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দু'জন ব্যক্তি তাঁর পিছু নেন এবং প্রথমে তাঁকে গালিগালাজ করেন । পরে তাঁকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে দেয় দুষ্কৃতীরা । যদিও তারা লক্ষভ্রষ্ট হয় । পরে তিনি দেখেন রাস্তায় বোমা পরে আছে এবং দুষ্কৃতীরা বাইক নিয়ে চম্পট দেয় । তাঁর দাবি, বিজেপি প্রার্থী হওয়ার কারণেই তাঁর উপর আক্রমণ করা হয়েছে ।

আরও পড়ুন:রাজ্যপালের সফরকালে উত্তপ্ত গিতালদহ ! বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম 6

বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, "তৃণমূল ভয় পেয়ে সন্ত্রাস করে মানুষের মধ্যে ভীতি তৈরি করছে ৷ এই করে তারা এই পঞ্চায়েত নির্বাচনে জিততে চাইছে । পুলিশের বিবৃতি বোমা নয়, সুতলি দড়ি বলা হয়েছে সেগুলিকে ৷ পুলিশ শাসকের দলদাস এর মাধ্যমে এটা আরও একবার প্রমাণ হল ।" যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন ৷ তিনি বলেন, "বিজেপির অভিযোগ ভিত্তিহীন ৷ ওগুলি বোমা নয়, সুতলি দড়ি ৷ জাঙ্গিপাড়ায় বিজেপির পায়ের তলায় মাটি নেই ৷ তাই মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে । বোমার ঘটনা যদি সত্যি হয় তাহলে থানায় অভিযোগ করুক ৷ প্রশাসন ব্যবস্থা নেবে ।"

ABOUT THE AUTHOR

...view details