ব্যান্ডেল, 12 মে :সাময়িকভাবে বন্ধ থাকছে ব্যান্ডেল জংশন স্টেশন ৷ যে কারণে সমস্যায় পড়তে হবে কয়েক হাজার যাত্রীকে ৷ হাওড়া বর্ধমান মেন লাইনের থার্ড লাইন সম্প্রসারণ ও ব্যান্ডেলে রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তরিত করার কারণে 13 মে থেকে 26 মে আংশিক সময়ের জন্য এবং 27 থেকে 29 মে সম্পূর্ণ বন্ধ থাকছে ব্যান্ডেল জংশন স্টেশন । তাতেই তীব্র ভোগান্তির মুখে যাত্রীরা । মেন লাইনে ও কাটোয়া লাইনের কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন । লোকাল ও দূরপাল্লার ট্রেন বন্ধের ফলে ক্ষোভ জমছে যাত্রীদের মধ্যে । এমনিতেই লকডাউনের সময় ট্রেনের বন্ধের কারণে ভোগান্তির মুখে পড়েছিলেন যাত্রীরা (Bandel Railway Station) । বহু জায়গায় বিক্ষোভও করেন । এরপর এতদিন বন্ধ ও ট্রেন বাতিলে সমস্যায় সকলেই । ব্যান্ডেল জংশন স্টেশনের পাশে যে রুট রিলে ইন্টারলকিং কেবিন ছিল সেটি স্থানান্তরিত করা হচ্ছে ।
ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইন তৈরি করা হচ্ছে । সেই কারণে 13 মে থেকে 26 মে কোনও কোনও দিন বেলা 11টা থেকে দুপুর 2টো ও আবার কোনও দিন 11টা থেকে বেলা 3টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচল । তাতেই বাতিল করা হচ্ছে 68টা লোকাল ট্রেন ও 12টা এক্সপ্রেস ট্রেন ৷ এরইসঙ্গে 3টি এক্সপ্রেস ট্রেন ও 2টি মেমু ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে । ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটির আধুনিকিকরণ ও স্থানান্তর করা হচ্ছে । যেখান দিয়ে নতুন তৃতীয় লাইন পাতা হচ্ছে সেখানেই আগের রুট রিলে কেবিনটি অবস্থিত ছিল । কেবিনের পুরনো বিল্ডিংটা সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানেই পাতা হবে নতুন থার্ড লাইন । দুই সপ্তাহ আংশিক এবং তিন দিন সম্পূর্ণ ট্রেন বন্ধ থাকায় প্রচন্ড অসুবিধায় পড়তে হবে স্কুলপড়ুয়া সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রীদের ।