পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Service Interrupted: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি! ব্যান্ডেল-কাটোয়া শাখায় 12 ঘণ্টা পরেও স্বাভাবিক হল না পরিষেবা - ব্যান্ডেল কাটোয়া লাইন

রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাইটেনশনের তার প্রথমে ছিঁড়ে পড়ে ৷ সেই তার গিয়ে পড়ে রেলের ওভারহেড তারে ৷ ফলে রেলের তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 33 হাজার ভোল্টের লাইনের তার ছিঁড়ে পড়ে থাকায় গোটা এলাকা ইলেকট্রিফায়েড হয়ে থাকে। মধ্যরাতে অফিস থেকে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

Train Service Interrupted
ভোগান্তিতে যাত্রীরা

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 7:17 AM IST

Updated : Aug 29, 2023, 8:54 AM IST

ভোগান্তিতে যাত্রীরা

ব্যান্ডেল, 29 অগস্ট: রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাইটেনশনের তার ছিঁড়ে ব্যান্ডেল-কাটোয়া লাইনে বন্ধ ট্রেন চলাচল ৷ ব্যান্ডেল-কাটোয়া রেলগেটের উপর দিয়ে গিয়েছে বিদ্যুৎ পর্ষদের হাইটেনশন তার। সোমবার রাত 9টা নাগাদ সেই তার ছিঁড়ে পড়ে রেলের ওভারহেড তারে। ফলে রেলের তার ছিঁড়ে কাটোয়া লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক স্টেশনে মেল ও লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়। 33 হাজার ভোল্টের লাইনের তার ছিঁড়ে পড়ে থাকায় গোটা এলাকা ইলেকট্রিফায়েড হয়ে থাকে। কাটোয়া রেলগেট বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে । পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীরা এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর রেলকর্মীরা কাজ শুরু করেন। গভীর রাত পর্যন্ত ওভারহেডের তারে মেরামতির কাজ চলে।রেল সূত্রে খবর, ওভারহেড তারে রাজ্য সরকারের হাইটেনশন তার ছিঁড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন না-করা পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। যত শীঘ্র সম্ভব ট্রেন চলাচল শুরু করা হবে। ব্যান্ডেল-কাটোয়া লাইনের আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, আপ মালদা টাউন-সহ একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়।

এছাড়াও বাঁশবেড়িয়া ও কুন্তীঘাটে কেশোরাম রেওন, বাঁশবেড়িয়ায় প্লাস্টিক কারখানা ও ত্রিবেণীতে আইটিসি কারখানা রয়েছে। নাইট শিফটে কাজে আসা শ্রমিকরা কারখানা যেতে গিয়ে আটকে পড়েন। অফিস থেকে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এক ট্রেনযাত্রী বলেন, "কাটোয়া-হাওড়া লোকাল ধরে বৈদ্যবাটি যাচ্ছিলাম ৷ হঠাৎই জিরাট স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ৷ পরে রেল পক্ষ থেকে মাইকিং প্রচার করে জানানো হয় বাঁশবেড়িয়া স্টেশনে তার ছিঁড়ে যাওয়ার ফলে ট্রেন ছাড়তে দেরি হবে। বিকল্প কোনও রাস্তা না-থাকায় গন্তব্যে পৌঁছতে দেরি হবে।"

রেল সূত্রে জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যায়নি। জানা যায়নি কখন শুরু হবে ট্রেন চলাচল। ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রীদের কেউ প্ল্যাটফর্মে বসে রয়েছেন, তো কেউ বসে রয়েছেন দাঁড়িয়ে থাকা ট্রেনের ভিতরে ৷

আরও পড়ুন:আর্তনাদে ঘুম ভেঙেছিল রেল ইয়ার্ডের বাসিন্দাদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী

Last Updated : Aug 29, 2023, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details