ব্যান্ডেল, 29 অগস্ট: রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাইটেনশনের তার ছিঁড়ে ব্যান্ডেল-কাটোয়া লাইনে বন্ধ ট্রেন চলাচল ৷ ব্যান্ডেল-কাটোয়া রেলগেটের উপর দিয়ে গিয়েছে বিদ্যুৎ পর্ষদের হাইটেনশন তার। সোমবার রাত 9টা নাগাদ সেই তার ছিঁড়ে পড়ে রেলের ওভারহেড তারে। ফলে রেলের তার ছিঁড়ে কাটোয়া লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একাধিক স্টেশনে মেল ও লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়। 33 হাজার ভোল্টের লাইনের তার ছিঁড়ে পড়ে থাকায় গোটা এলাকা ইলেকট্রিফায়েড হয়ে থাকে। কাটোয়া রেলগেট বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে । পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীরা এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর রেলকর্মীরা কাজ শুরু করেন। গভীর রাত পর্যন্ত ওভারহেডের তারে মেরামতির কাজ চলে।রেল সূত্রে খবর, ওভারহেড তারে রাজ্য সরকারের হাইটেনশন তার ছিঁড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন না-করা পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। যত শীঘ্র সম্ভব ট্রেন চলাচল শুরু করা হবে। ব্যান্ডেল-কাটোয়া লাইনের আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, আপ মালদা টাউন-সহ একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়।