তারকেশ্বর, 7 জানুয়ারি: তারকেশ্বর-হাওড়া লাইনে ফাটল (Crack on Tarkeshwar-Howrah Rail line)৷ আর তার জেরে ব্যাহত ট্রেন চলাচল। প্রায় দু'ঘণ্টা বন্ধ রইল পরিষেবা। ফাটলটি কৈকালা স্টেশনের কাছে দেখা দিয়েছে। শনিবার সকাল কৈকালা স্টেশন ছাড়ার পরই ডাউন লাইনে দু'টি পাতের মাঝখানের ফাঁক বড় হয়ে ফাটল দেখা যায়। এরপরই তড়িঘড়ি রেল কর্মীরা ঘটনাস্থলে আসেন ৷ লাইন মেরামতের কাজ শুরু করেন।
তারকেশ্বরে এদিন 5.35-এ ট্রেন ছাড়ার পর এই ঘটনাটি ঘটে। এর ফলে তিনটি ট্রেন আটকে যায়। ডাউন তারকেশ্বর 6.20 বাহিরখণ্ড স্টেশনে দাঁড়িয়ে থাকে। 7.05 ও 7.55 ট্রেনও আটকে যায়। মুহূর্তে ফাটলের কথা ছড়িয়ে পড়ে নালিকুল, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ নিকটবর্তী সমস্ত স্টেশনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। জোরকদমে শুরু হয় ফাটল মেরামতির কাজ। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রেন চলাচল শুরু হয়। এই শাখায় আরামবাগ-গোঘাট-হরিপাল-সিঙ্গুরের যাত্রীদের ভিড় থাকে বরাবারই। তার মধ্যেই দিনের শুরুতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। যদিও শনিবার-রবিবার অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকে। তাতেই রক্ষা।