হাওড়া, 2 অগস্ট:কেন রোজ দেরিতে চলছে ট্রেন? এই অভিযোগ তুলে যাত্রী বিক্ষোভ দক্ষিণ-পূর্ব রেলে অন্তর্গত হাওড়ার রামরাজতলা স্টেশনে ৷ এদিন রাতে যাত্রী বিক্ষোভের জেরে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় হাওড়া-খড়গপুর শাখায় । আটকে পড়ে আপ ও ডাউন অনেক ট্রেন ৷ বিক্ষোভকারী ট্রেনযাত্রীদের অভিযোগ, ট্রেন দেরিতে চলায় প্রায় নিত্যদিন তাঁদের অসুবিধা ও হয়রানির মুখে পড়তে হচ্ছে ৷ বিক্ষোভকারীদের দাবি, এই শাখায় ট্রেন চলাচলে যদি কোনও সমস্যা থাকে তবে সে বিষয়ে স্পষ্ট করে জানাতে হবে রেল কর্তৃপক্ষকে ৷ বিক্ষোভ 3 ঘণ্টা চলার পর ধীরে ধীরে ফের ট্রেন পরিষেবা চালু হয় ৷ জানা গিয়েছে, এই বিক্ষোভের জেরে এদিন বন্দে ভারত ট্রেনের যাত্রীদেরও সমস্যায় পড়তে হয় ৷
এদিনের যাত্রী বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় আপ এবং ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । বিক্ষোভ হটাতে রেল পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা । বিক্ষোভরত নিত্যযাত্রী সৌমেন সাধুখাঁ অভিযোগ করে বলেন, "এটা নিত্য দিনের সমস্যা । এর স্থায়ী সমাধান চাই আমরা ৷" অপর এক যাত্রী সুমন রজক বলেন, "সকালে দীর্ঘক্ষণ বিলম্বিত ছিল পরিষেবা । গতকাল রাতেও একই অবস্থা ছিল । তাই আমরা চাই কর্তৃপক্ষ আমাদের লিখিত দিক কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে । আমরা এই পরিস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি ৷"