হুগলি, 14 ডিসেম্বর: অযোধ্যা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত 35 জন পর্যটক । বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে হরিপালের ইলিপুরে অহল্যা বাইরোডে (Tourist Bus Accident at Haripal)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার রায়দিঘির 67 জনের একটি পর্যটক দল গত সোমবার পুরুলিয়ার অযোধ্যা বেড়াতে গিয়েছিল । সেখান থেকে ফেরার পথে হরিপালের ইলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায় বাসটি।
ঘটনার পরেই যাত্রীদের চেঁচামেচিতে রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্যান্য গাড়ির লোকেরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। তড়িঘড়ি আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । যার মধ্যে তাপসী হালদার নামে এক মহিলার মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আটজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই হরিপাল গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ।